23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার দুর্গাপুরের বুদবুদে,তদন্তে বুদবুদ থানার পুলিশ। চাঞ্চল্য দুর্গাপুরের বুদবুদে।

    নিজস্ব সংবাদদাতা :- এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো বুদবুদের কোটা মোড়ের কাছে সেনা ছাউনির ৩নম্বর গেটের কাছে জাতীয় সড়কের ধারে।  শুক্রবার সকাল ৯ টা নাগাদ প্রথম স্থানীয়রাই খবর দেয় বুদবুদ থানার পুলিশকে, এরপর ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি কাঁকসা সুমন জয়সওয়াল। মৃত মহিলায়র বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে হবে বলে মনে করছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরের বুদবুদ এলাকার কোটা মোড় এলাকায়।মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কেউ মেরে ফেলে দিয়ে গেছে সেটাও খতিয়ে দেখছে পুলিশ । ময়না তদন্তের জন্য মৃতদেহ দুর্গাপুরের মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।  অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহের গলায় ফাঁসের দাগ রয়েছে বলে জানিয়েছেন কাঁকসার এসিপি।

    PSX 20240315 215339

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img