সংবাদদাতা – পাপু লোহার , দুর্গাপুর :- এই শহরের নানা রূপ। কোনওটা চেনা, কোনওটা অচেনা। সন্ধে নামলে গোটা শিল্পাঞ্চল সেজে ওঠে আলোয়। দিনরাতের ব্যস্ততায় এই শহর অনেক কিছু দেখে। দেখে অপরাধও। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিধান নগর ফাঁড়ির উদ্যোগে বিধান নগরের বিভিন্ন মোড়ে মোড়ে বসানো হলো সিসিটিভি ক্যামেরা , অনেক সময় ঘটে যাওয়া অপরাধ আর সেই অপরাধীদের চিহ্নিত করণ করতে এই সিসিটিভি ক্যামেরা প্রশাসনের সহযোগিতা করবে। বুধবার দুর্গাপুর বিধান নগর ফাঁড়িতে আজ কন্ট্রোলরুম উদ্বোধন করলেন ডি সি ইস্ট কুমার গৌতম আইপিএস এছাড়া উপস্থিত ছিলেন বিধান নগর ফাঁড়ির আইসি মেঘনাদ মন্ডল , সহ ফাঁড়ির অন্যান্য পুলিশ অফিসারেরা ।

এর পাশাপাশি এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের “ফিরে পাওয়া” কর্মসূচিকে সামনে রেখে প্রায় ৪৪ জন মানুষের হাতে হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল তুলে দিলেন ডি সি ইস্ট কুমার গৌতম আইপিএস ।বহুদিন পর হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল পেয়ে খুশি এলাকার বাসিন্দারা । মেঘনাদ মন্ডল দুর্গাপুর বিধান নগর ফাঁড়ির আইসি জানিয়েছেন দিনের আলোয় বা রাতের অন্ধকারে বহু ঘটনা ঘটে যায় এবং অপরাধীরা পালিয়ে যায় সেই সমস্ত ঘটনার উপর কিছুটা হলেও গতিবিধি নজর রাখা যাবে বা অপরাধ দমন করা যাবে তাই বিধান নগর ফাঁড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে ও বুধবার তার শুভ উদ্বোধন করা হলো।
