পাপু লোহার , কাঁকসা :- শনিবার গোপালপুর অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে৩৫০ জন দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দিলেন যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা ।ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল গোপালপুর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস ।

প্রতিবছরই যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শীতের সময় দুঃস্থ মানুষদের হাতে শীতের কম্বল তুলে দেয় সে মোটে এবারও অনথা যায়নি এবারও দুস্থ মানুষদের কথা চিন্তা করে যুব তৃণমূল কংগ্রেস এগিয়ে এসেছে । প্রচন্ড ঠান্ডায় কষ্ট পাওয়া দুস্থ মানুষেরা গরম কম্বল পেয়ে সভাবতই খুশি হয়েছেন।এদিনেরর কম্বল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পাড়িয়াল পশ্চিম বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াসী, কাঁকসা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুলদীপ সরকার, গোপালপুর যুব তৃণমূলের অঞ্চল সভাপতি সুপ্রতিক হাজরা সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা নেত্রী ও কর্মী সমর্থকেরা।
