পাপু লোহার ,আউশগ্রাম:- মাত্র কয়েকটা মাস তারপরে ই লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ঘাসফুল শিবিরের দলীয় নির্দেশে বেশকিছু রদবদল রদবদল হলো ব্লক স্তরের । সেই মতো দীর্ঘ টানা পোড়েনের পর অবশেষে আউশগ্রাম ২-ব্লকের ব্লক সভাপতি ঘোষণা করা হল। ১৭ই জানুয়ারি আউশগ্রাম ২- ব্লক তৃণমূলের ব্লক সভাপতি হন আব্দুল লালন, এর আগেও তিনি দীর্ঘদিন ব্লকের কার্যকরী সভাপতি দ্বায়িত্ব সামলেছেন । বৃহস্পতিবার নতুন ব্লক সভাপতিকে সংবর্ধনা জানান আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার,আউশ ২-পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বাড়ুই,ও আউশগ্রাম ১-পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায় এছাড়াও ছিলেন আউশ গ্রাম ২ব্লকের সাতটি পঞ্চায়েতের প্রধান ও অঞ্চল সভাপতিরা।সকাল থেকেই হাজার হাজার কর্মী সমর্থক ভিড় জমান আব্দুল লালনের বাড়িতে।

আব্দুল লালন জানান, দল আমাকে যে দ্বায়িত্ব দিয়েছে তা যথাযথ ভাবে পালন করবো।আমাদের দলের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নেতা অভিষেক বন্দোপাধ্যায়,তাঁরা যখন যে নির্দেশ দেবেন সেই নির্দেশ পালন করবো।আমাদের একটাই লক্ষ আগামী লোকসভা ভোটে তৃণমূল প্রাথীকে এই এলাকা থেকে বিপুল ভোটে জয়ী করা।এলাকার মানুষের সুখে দুঃখে আমি সবার পাশে থাকবো।আমাদের পদ বড় না। মানুষের জন্য কাজ করতে হবে এটাই আমাদের প্রধান লক্ষ।