23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    এই নির্বাচনে দিদি মোদির বলে ছয় মেরেছে,আগামী নির্বাচনে ২৪৪ টির বেশি সিট পাবে তৃণমূল ঝাঁঝালো সুরে  বললেন সাংসদ কীর্তি আজাদ ঝাঁ

    পাপু লোহার, বুদবুদ :- শনিবার পশ্চিমবঙ্গের ছটি বিধানসভার উপনির্বাচনের ফল প্রকাশ হয়। ৬ টি বিধানসভায় বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ফল প্রকাশের পর রাজ্যে শাসক দল রাজ্যজুড়ে উন্নয়নের জেরেই তৃণমূলের কংগ্রেসের জয় বলে দাবী করে। রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেই রয়েছে এমন দাবী করছেন তারা । অন্যদিকে রাজ্যের বিরোধী দল বিজেপি হারের দায় শিকারের পরিবর্তে আগামী ২৬ – এর বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অন্যদিকে বিজেপির সাংসদ সুভাষ সরকার তৃণমূলের জয় বাংলা স্লোগান কে কটাক্ষ করে বলেছেন, জয় বাংলা স্লোগান বাংলাদেশ থেকে হায়ার করেছে তৃণমূল । যারা জয় বাংলা স্লোগান দেবেন তাদের বাংলাদেশের চলে যাওয়া উচিত এমনটাই মন্তব্য করেছেন তিনি। তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বর্ধমান দুর্গাপুরে সাংসদ কীর্তি আজাদ ঝাঁ বলেন ছয় সিটে তৃণমূলের জয় এটাই প্রমাণ করে যে প্রত্যেক ঘরে দিদি আছে। আগামী বিধানসভা নির্বাচনে তিনি দাবি করেন ২৪৪ টির বেশি সিট পাবে তৃণমূল । আবারো ছাব্বিশে ভোট আসবে আবারও বাইরে থেকে অনেকে পশ্চিমবঙ্গে আসবেন। আবারও অনেকে নাকের সুরে ও দিদি বলে দিদিকে কটাক্ষ করবেন। অথচ তাদের আখেরে কোনো লাভ হবে না। তিনি বলেন জয় বাংলা স্লোগান, এটা কারও স্লোগান নয় এটা বাংলার মানুষের স্লোগান । বাংলা একটাই সেটা পশ্চিমবাংলা হোক বা পূর্ব বাংলা। আগে তো বাংলা একটাই ছিল। এখন জয় বাংলা স্লোগানের জন্য কি পশ্চিমবাংলাকে ভাগ করে দেওয়া হবে । তিনি আরো বলেন পশ্চিমবঙ্গের মানুষ তাদের সংস্কৃতি পরম্পরা ভোলেননি,শনিবারে নির্বাচনের ফল যেটা দাঁড়ালো দিদি মোদি কে শূন্যতে আউট করেছে । দিদি মোদির বলে ছয় মেরেছে। বিজেপির মাদারীহাট কেন্দ্র দখলে থাকলেও এই নির্বাচনে সেই সিট ও দখল করেছে তৃণমূল ।বিজেপি এই নির্বাচনে বাংলার সংস্কৃতিকে বদনাম করার চেষ্টা করেছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন আর পূরণ হলো না ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img