পাপু লোহার, বুদবুদ :- শনিবার সন্ধ্যায় বুদবুদের কৃষ্ণরামপুরে একমাস ধরে চলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। এই খেলায় মানকর ও বান্দ্রার দুই ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে। এদিন চূড়ান্ত পর্যায়ের খেলায় ২-০ গোলে জয়ী হয় মানকর একাদশ। এদিন খেলায় উপস্থিত ছিলেন, বর্ধমানের কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, গলসির বিধায়ক নেপাল ঘড়ুই, আউসগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্ডার, মোহনবাগানের প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ ঝাঁ সহ বিশিষ্ট ব্যক্তিরা। মা মাটি মানুষ ক্লাবের সভাপতি জাকির হোসেন জানিয়েছেন, তরুণ প্রজন্মকে মাঠ মুখি করতে গত ১০ বছর ধরে তারা এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। বর্তমানে তাদের এই ফুটবল প্রতিযোগিতা একটি উৎসবের আকার ধারণ করেছে। এই বছর তারা সদ্য প্রয়াত সাংসদ কীর্তি আজাদ ঝাঁ এর স্ত্রী পুনম ঝাঁ এর স্মৃতির উদ্যেশ্যে খেলার আয়োজন করেছিলেন।

একমাস ধরে চলে তাদের এই ফুটবল প্রতিযোগিতা। শনিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই খেলার শুভ সূচনা করেন বিশিষ্ট অতিথিরা। এদিন ফুটবল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ। এদিন ফুটবল প্রতিযোগিতায় যোগ দিয়ে শিশির ঘোষ জানান, বর্তমানে ফুটবল খেলা পুরোপুরি কর্পোরেট ধাঁচে খেলা হচ্ছে, আগে যারা ফুটবল খেলতো তারা বাংলার সাধারণ খাবার খেয়ে মাঠে নামতেন। মাংস ভাত তাদের কাছে স্বপ্ন ছিল। বিদেশীদের আনিয়ে খেলার মান কতটা উন্নত হচ্ছে তা তার জানা নেই। বর্তমানে বিদেশি খেলোয়াড়দের কে নিয়ে এসে একে অপরকে টেক্কা দেওয়া চলছে। বর্তমানে একে অপরকে টেক্কা দেওয়ার লড়াই করতে গিয়ে বাংলার ছেলেদের প্রতিভা হারিয়ে যাচ্ছে।