23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    কংগ্রেসের ব্লকে ব্লকে ন্যায় যাত্রা শুরু হল , সেই মতো কাঁকসা তেও হলো ন্যায় যাত্রা ।

    পাপু লোহার ,পানাগড় :- রাহুল গান্ধীর দ্বিতীয় ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু হচ্ছে রবিবার থেকে। অবশ্য আনুষ্ঠানিক ভাবে এই যাত্রার নাম রাখা হয়েছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’।তাই অধীর রঞ্জন চৌধুরীর* নির্দেশ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এবং ব্লক ওই বিশেষ দিনে নিজ নিজ অঞ্চলে ভারতজোড়োর ন্যায় যাত্রা করার সেইমতকাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রবিবার সকাল ১০টায় কাঁকসা ব্লক কংগ্রেসের কার্যালয় থেকে পানাগড় বাজার পেট্রোল পাম্প হয়ে স্টেশন রোড বরাবর রেলগেট অবধি একটি পদযাত্রার হয় । এদিন ন্যায় যাত্রায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক সভাপতি পূরব ব্যানার্জী, ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা, ও শেখ ফিরোজ, ব্লকের প্রবীণ নেতা শ্রী ইন্দ্র কুমার মেহরা, জিতেন্দ্র শর্মা, ত্রিলোকচন্দ্রপুর অঞ্চল সভাপতি সফিকুল রহমান, কাঁকসা অঞ্চল সভাপতি শঙ্কর সৌ, ব্লকের যুব সভাপতি শেখ বাবুল , যুব নেতা সুজিত গোস্বামী, মহিলা নেত্রী কবিতা ধীবর, জ্যোৎস্না শেখ, জ্যোৎস্না দাস, সুমিত্রা ধীবর, রিনা শর্মা। ব্লকের ভাইস প্রেসিডেন্ট কাজি হেদায়েতুল বারি এবং মহিম শেখ সহ কংগ্রেসের কর্মী সমর্থকেরা । কংগ্রেস সূত্রে খবর, প্রথম ‘ভারত জোড়ো’ দক্ষিণ ভারতের কন্যাকুমারী থেকে শুরু হয়ে উত্তরের কাশ্মীরে গিয়ে শেষ হয়েছিল। দ্বিতীয় ‘ভারত জোড়ো’য় দেশের পূর্ব এবং পশ্চিমকে ‘জুড়তে চায়’ কংগ্রেস।

    PSX 20240115 224427

    কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে মণিপুরের থৌবল জেলা থেকে শুরু হবে রাহুলের এই যাত্রা। ৬৭ দিন ধরে ১৫টি রাজ্যের ১১০টি জেলা ছুঁয়ে মার্চের ২০-২১ তারিখে মুম্বইয়ে পৌঁছে এই যাত্রা শেষ হবে। তবে প্রথম ‘ভারত জোড়ো’-র মতো সম্পূর্ণ পথ পায়ে হেঁটে নয়, খানিক পায়ে হেঁটে এবং খানিক বাসে চেপে এই যাত্রায় শামিল হবেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img