পাপু লোহার , কাঁকসা ।।
শনিবার ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি। কাঁকসায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হল ৭৫ তম প্রজাতন্ত্র দিবস। কাঁকসায় পানাগড় বাজারে কাঁকসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকালে জাতীয় পতাকা উত্তোলন , মিস্টিমুখ করিয়ে অনুষ্ঠান শুরু হয়। এদিন জাতীয় পতকা উত্তলোন করেন পানাগড়ের বড়িষ্ঠ বিশিষ্ট শিক্ষক রামা শংকর সিং।

কাঁকসা অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পি নাকি ব্যানার্জি, কাঁকসা ব্লকের নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নব সামন্ত, কাঁকসা ব্লকের নবনিযুক্ত তৃণমূল কংগ্রেসের মহিলা ব্লক সভানেত্রী দেবযানী মিত্র, কাঁকসা অঞ্চল সহসভাপতি জিতেন্দ্রর পাসওয়ান, অকশন সাধারণ সম্পাদক বিপুল মন্ডল , পঞ্চায়েত সদস্যা সুশীলা দেবী ,পঞ্চায়েত সদস্য লাল্টু চ্যাটার্জী , হিরণময় ব্যানার্জি, সহ কাঁকসা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা । প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন কাঁচাতে নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে কাঁকসা অঞ্চল তৃণমূল কংগ্রেস । প্রায় ১০০ জন প্রতিযোগী ৩ টি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ।পাশাপাশি এদিন কাঁকসা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সংবাদ মাধ্যমের সাংবাদিকদের সম্মানিত করা হয়।
