23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    কাঁকসার আমলাজোড়া অঞ্চলে তৃণমূলে ভাঙ্গন জাতীয় কংগ্রেসের যোগ চার তৃণমূল কর্মীর পাশাপাশি সিলামপুর জামতলায় পথসভা কংগ্রেসের ।

    পাপু লোহার , পানাগড় 

    রাহুল গান্ধীর দ্বিতীয় ‘ভারত জোড়ো’ যাত্রা শুরু হয়েছে রবিবার থেকে। অবশ্য আনুষ্ঠানিক ভাবে এই যাত্রার নাম রাখা হয়েছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। তাই অধীর রঞ্জন চৌধুরীর* নির্দেশ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা এবং ব্লক ও নিজ নিজ অঞ্চলে ভারতজোড়োর ন্যায় যাত্রা ও সভা করার নির্দেশ দেয় সেইমতকাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে রবিবার বিকালে আমলা জোড়া অঞ্চলের সিলামপুর জামতলায় একটি পথসভা অনুষ্ঠিত হয় । এদিন পথ সভার পাশাপাশি তৃণমূল কংগ্রেস থেকে চারজন জাতীয় কংগ্রেসের যোগ দেয়। দীর্ঘদিন ধরে তারা তৃণমূলে থেকেও সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত হয়েছে তাই তারা বিক্ষুব্ধ হয়ে এদিন জাতীয় কংগ্রেসের যোগ দেয়।

    PSX 20240121 212335

    এদিনের পথসভায় উপস্থিত ছিলেন আজকের পথসভায় উপস্থিত ছিল জেলার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, জেলার মহিলা সভানেত্রী মেঘনা মান্না,ব্লক সভাপতি পুরব ব্যানার্জি, ইন্দ্র কুমার মেহরা, ধর্মেন্দ্র শর্মা, রবি সিং, ব্লকের মহিলা সভানেত্রী সুলতানা বিবি সেখ, দূর্গাপুর সাব-ডিভিশনাল যুব কংগ্রেস এর সভাপতি রানা অধিকারী, ব্লকের যুব সভাপতি শেখ বাবুল এবং কাঁকসা অঞ্চল সভাপতি শঙ্কর সৌ, জ্যোৎস্না শেখ, কবিতা ধীবর এবং সুমিত্রা ধীবর। সভাপতি পুরব ব্যানার্জি বলেন ন্যায় যাত্রাকে নির্বাচনী প্রচার হিসেবে মানতে নারাজ তারা। তার বক্তব্য, এই যাত্রা নৈতিকতার, মোদির সরকারের ১০ বছরের ‘অন্যায় কালে’র বিরুদ্ধে নীরব প্রতিবাদ। রবিবার উত্তরপূর্বের রাজ্যে যে থেকে যাত্রা শুরু হয়েছে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img