23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    কাঁকসার বাঁশকোপার বেসরকারি কারখানার গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভ গ্রামবাসীদের ।

    পাপু লোহার , কাঁকসা :-পরিবেশ দূষণ রোখার ও স্থানীয়দের কাজের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে কাঁকসার বাঁশকোপার একটি বেসরকারি কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখান কাঁকসার বাঁশকোপা গ্রামের কয়েকশো গ্রামবাসী। এদিন সকাল কারখানার গেটের সামনে গ্রামবাসীদের বিক্ষোভের জেরে উত্তেজনার সৃষ্টি হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী। গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ কারখানার দূষিত ছাই গোটা গ্রামে ছড়িয়ে গিয়ে গ্রামের আট থেকে আশি অনেকেই স্বাস কষ্টে ভুগছে। গ্রামের অধিকাংশ জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে বিঘের পর বিঘে জমি খালি পড়ে আছে , চাষিদের মাথায় হাত।

    PSX 20240207 195146

    গত এক বছর আগে তারা এই বিষয়ে আন্দোলন করলে কারখানা কর্তৃপক্ষ দূষণ বন্ধ করার জন্য গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিল। কিছুদিন বন্ধ থাকার পর পরে ফের দূষণের মাত্রা ফের বেড়ে যায়। যার ফলে সমস্যায় পড়েন গ্রামের মানুষ। অন্যদিকে গ্রামের বহু বেকার যুবক কাজ পাওয়ার আশায় কারখানা গড়ার জন্য জমি দিয়েছিলেন কিন্তু কারখানা কর্তৃপক্ষ বহিরাগতদের কাজের নিলেও স্থানীয়দের কাজ থেকে বঞ্চিত করে রেখেছে বলে অভিযোগ। তাই যতক্ষন না তাদের দাবি পূরণ হবে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা।

    PSX 20240207 194859

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img