নিঃস্ব সংবাদ দাতা:- পানাগড় বাইপাশে জাতীয় সড়কের সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা ট্যাংকারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়লো এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর সাড়ে ১১টা নাগাদ পানাগড় বাইপাসের সার্ভিস রোডে দুর্গাপুর গামী রাস্তায়। স্থানীয়রা জানিয়েছেন ট্যাংকারটি দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকা ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে নেয়।

ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিভিয়ে দেয়। আগুন লাগার কারণ জানা যায় নি। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ট্যাংকারের ইঞ্জিন। ট্যাংকারটি তে ছাই বোঝাই ছিলো বলে জানা গেছে।