নিজস্ব সংবাদদাতা:-
শনিবার ওয়েস্ট বেঙ্গল সিমেন্ট ওয়ার্কস আলট্রাটেক সিমেন্ট দুর্গাপুর কারখানায় সপ্তাহব্যাপী জাতীয় সড়ক নিরাপত্তা অভিযানের অনুষ্ঠান অনুষ্ঠিত হলো । এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক ইনচার্জ অনুপ হাতি, মুচিপাডা ট্রাফিক ওসি সতীনাথ সীল, সেন্ট মাইকেল স্কুলের শিক্ষিকা অমৃতা ম্যাডাম এবং কারখানার ইউনিট হেড বৈভব উপাধ্যায়, সিকান্দার বাসা, লজিস্টিক হেড সুরোজিৎ বোস অমিত আগরওয়াল, রাজীব দত্ত সহ আরো অন্যান্য বিশিষ্টজনেরা এদিন সুরজিৎ বোস বিশেষ করে স্কুলের শিশুদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার জন্য ব্যাখ্যা করেন এবং বলেন যে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। সেন্ট মাইকেল স্কুলের শিশুদেরও প্রশংসা করেন তিনি। উল্লিখিত সড়ক নিরাপত্তা সপ্তাহে, খুব সংক্ষিপ্ত কথায়, ইউনিট হেড নিরাপদে গাড়ি চালানো এবং অতিরিক্ত গতির বিষয়ে সকল কর্মীদের সতর্ক করেন এবং অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের প্রশংসা করেন।

বিশেষ অতিথি হিসেবে আগত কাঁকসা ট্রাফিক আইসিও ছোট ছোট টিপস দেন এবং সবাইকে রাস্তায় সাবধানে গাড়ি চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দেন। এই উপলক্ষে ম্যানেজমেন্ট অফিসার রোহিত সিং, রাজেন্দ্র শেখাওয়াত, তুষার শর্মা এবং রাকেশ মাঝি একসঙ্গে একটি ছোট নাটকের মাধ্যমে নিরাপত্তা সচেতনতা সৃষ্টি! এবং সড়ক নিরাপত্তার উপর একটি গানও পরিবেশন করা হয়। শেষে ১৫ থেকে ২০ জানুয়ারী পর্যন্ত চলা নিরাপত্তা সচেতনতামূলক কর্মসূচীতে অংশগ্রহনকারী সকল শ্রমিক, ব্যবস্থাপনা কর্মকর্তা, চালক এবং স্কুলের শিশুদের সম্মাননা প্রদান করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি কে সুষ্ঠুভাবে পরিচালনা করেন নিরাপত্তা বিভাগের হেড দেবরূপ ভৌমিক ও তার সহকর্মীরা। এদিনের অনুষ্ঠানের মঞ্চ পরিচালনা হরজিৎ সিং ।