23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    জেলার যুব সভাপতির তুলির টানে শুরু হল কাঁকসার ২১ শে জুলাইয়ের প্রচার

    পাপু লোহার, কাঁকসা :- আর মাত্র কয়েকটা দিন তারপর ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস । আর একুশে জুলাই মানেই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস , একুশে জুলাই (Ekushe July) যার সঙ্গে জড়িয়ে আছে তৃণমূলের প্রতিটি নেতাকর্মী ও সমর্থকদের আবেগ। তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে সারা পশ্চিমবঙ্গজুড়ে তৃণমূল নেতা কর্মীরা রাস্তায় নেমে পড়েছেন শহীদ দিবস সফল করতে ইতিমধ্যে একুশে জুলাই কে সামনে রেখে ব্লকে ব্লকে তার প্রচার শুরু হয়ে গেছে বুধবার সকালে কাঁকসার মোল্লাপাড়ায় ২১ জুলাই ‘ধর্মতলা চলো’র দেওয়াল লিখন শুরু করলে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের যুব জেলা সভাপতি পার্থ দেওয়াশী । যুব জেলা সভাপতির তুলির টানে শুরু হল কাঁকসার একুশে জুলাইয়ের প্রচার। এই দিনের দেওয়াল লিখন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্থ দেওয়াশী জেলা সভাপতি পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের শেখ সালামুদ্দিন (বাবাই) জেলা সম্পাদক,কুলদীপ সরকার যুব সভাপতি কাঁকস ব্লক , নব সামন্ত টিএমসি কাঁকসা ব্লক সভাপতি , নাসিম হায়দার মল্লিক ব্লক সাধারণ সম্পাদক ।

    PSX 20240702 212233

    পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের যুব জেলা সভাপতি পার্থ দেওয়াশী বলেন গ্রাম বাংলার মানুষ যেভাবে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে ঠিক সেই ভাবেই আগামী একুশে জুলাইয়ের শহীদ দিবসের কয়েক লক্ষ মানুষ পশ্চিম বর্ধমান জেলা থেকে কলকাতার রাজপথে নামবে। অন্যদিকে কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নব কুমার সামন্ত বলেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে ২০১৯ এর লোকসভা নির্বাচনে যে ফল তৃণমূল কংগ্রেস করেছিল তার থেকে অনেক ভালো ফল ২০২৪ এর লোকসভা নির্বাচনে করেছ , যদিও কাঁকসা ব্লকে বিজেপি এগিয়ে। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থেকেও হাজার হাজার মানুষ ধর্মতলায় শহীদ দিবসে সামিল হবে ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img