পাপু লোহার, আউশগ্রাম :- প্রতিবছর শীতের মরশুমে আউসগ্রাম ২ নম্বর ব্লকের গেঁড়াইয়ের ফুটবল মাঠে হালুম হালিমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় আর এই অনুষ্ঠানকে ঘিরে দাতা লালন মিলন মেলা চলে তিন দিন ধরে। এই তিন দিন চলে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে যোগ দেয় কখনো টলিউডের নামি দামি শিল্পী আবার কখনো বলিউডের বিভিন্ন সেলিব্রেটিরা । আউসগ্রাম সাধারণত প্রত্যন্ত জঙ্গলমহল আর এখানে অধিকাংশ মানুষই দারিদ্র্যসীমা নিচে বসবাস করে তাই তারা সচরাচর এ ধরনের অনুষ্ঠান দেখতে পাই না , সেই কারণেই ওই এলাকার বিশিষ্ট তৃণমূল কর্মী ও সমাজসেবী শেখ আব্দুল লালন যাকে এলাকায় দাতা লালন হিসাবে চেনে সেই মানুষটি তার বাবা-মায়ের স্মৃতি উদ্দেশ্যে হালিম হালিমা ফুটবল টুর্নামেন্ট ও মিলন মেলার আয়োজন করে প্রতি বছর ।

এবারও তা অনাথা হয় নি গত ডিসেম্বর মাসের ২৭,২৮,২৯ তারিখে অনুষ্ঠিত হয়ে গেল দাতা লালন মিলন মেলা । প্রতিদিনের খেলার পর রাত্রিবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনদিন টলিউড বা কোনদিন বলিউডে অভিনেতা অভিনেত্রী অথবা জনপ্রিয় গায়ক গায়িকারা মঞ্চ মাতিয়েছে। এবারের মিলনমেলার সন্ধ্যায় বম্বের সঙ্গীত শিল্পী রাজ বর্মন,শিলাজিত মজুমদার,অভিনেত্রী মধুমিতা সরকার,সঙ্গীত শিল্পী রাহুল দত্ত,ঋষিতা সাহা মঞ্চ ঘাপিয়ে বেড়ায় । শেষ দিনের সন্ধ্যায় টলিউডের অভিনেতা সোহম চক্রবর্তী,ও অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ছাড়াও সারেগামাপা খ্যাত শিল্পী অয়ন সরকার,শ্রেয়া দত্ত সহ বেশ কিছু অভিনেতা অভিনেত্রীরা মঞ্চ কাপিয়ে দর্শকদের মন জয় করে আব্দুল লালন বলেন,গ্রামের মানুষ তো বাইরে টিকিট কেটে খেলা দেখতে পারেনা তাই তাঁদের কথা মাথায় রেখে এই ধরণের উদ্যোগ,টলিউডের বেশকিছু অভিনেতা অভিনেত্রী আসবেন এখানে অনুষ্টান করতে।
