পাপু লোহার, দুর্গাপুর :- বাঁশকোপার এক বেসরকারি কারখানা মেকেল ইস্পাত কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায় কতৃপক্ষের নির্দেশে । কারখানা বন্ধ হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকেরা ।এই ইস্পাত কারখানায় শ্রমিকেরা বিক্ষোভ দেখাতে শুরু করে বিভিন্ন দাবীতে । শ্রমিকদের প্রধান দাবী ছিল চারশ্রমিকের সাসপেনশন তুলে নিতে হবে , বহিরাগতদের নিয়োগ চলবে না স্থানীয়দের নিয়োগ করতে হবে । শ্রমিক বিক্ষোভের জেরে কতৃপক্ষ কড়া পদক্ষেপ নেয় । কতৃপক্ষ কারখানায় বিজ্ঞপ্তি ঝিলিয়ে দেয় উৎপাদন বন্ধের । কতৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের বিজ্ঞপ্তি দেয় এই অভিযোগ তুলে “”কাজ স্থগিত করার নোটিশ” শ্রমিকদের দ্বারা চরম অসদাচরণের কারণে কারখানার আইন-শৃঙ্খলার সমস্যা তৈরি হয়েছে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত কাজ স্থগিত ঘোষণা করা ছাড়া কর্তৃপক্ষের কাছে আর কোনও বিকল্প নেই। এই ঘটনার জন্য শুধুমাত্র শ্রমিকেরাই দায়ী থাকবে বলে জানিয়ে দেয় কতৃপক্ষ আজ এক সাংবাদিক সম্মেলনে জেলা আই এন টি টি ইউ সি নেতা দীপঙ্কর লাহা বলেন “ শ্রমমন্ত্রী মলপ্য ঘটকের নির্দেশে এই অচলাবস্থা কাটলো । কতৃপক্ষের সদিচ্ছায় এবং শ্রমিকদের ইচ্ছায় এবং উভয় পক্ষের সহমতে কারখানা চালু হল । কারখানাটি বন্ধ ছিল ২২ ডিসেম্বর থেকে ।

এই শ্রমিক নেতা বলেন তৃণমুল সরকারের আমলে বিনা কারনে কোন কারখানা বন্ধ থাকবে তা মেনে নিতে পারে না আই এন টি টি ইউ সি” । সোমবার কারখানা গেটে দেওয়া হয়েছে কারখানা চালু হওয়ার বিজ্ঞপ্তি বলে জানান শ্রমিক নেতা দীপঙ্কর লাহা ।