পাপু লোহার, কাঁকসা :- পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর হৃদযন্ত্রে সমস্যা রয়েছে ইনি বেশ কিছুদিন হৃদরোগ অসুস্থতায় ভুগছিলেন তাই সম্প্রতি তিনি ব্যাঙ্গালোর যান। চিকিৎসার জন্য বিভিন্ন পরীক্ষার নিরীক্ষার পর চিকিৎসকরা বিধায়কের হৃদযন্ত্রে সমস্যার কথা জানান। দ্রুত অস্ত্রপচার করানোর পরামর্শও দেন। অস্ত্রপচারের জন্য শুক্রবার অন্ডাল বিমানবন্দর থেকে উড়ান পথে তিনি ব্যাঙ্গালোর যান। আগামী সোমবার সেখানের একটি হাসপাতালে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচার হবে।

অসুস্থতা ও অস্ত্রপচারের খবরে উদ্বিগ্ন বিধায়কের অনুগামী ও তৃণমূল নেতাকর্মীরা। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সফল অস্ত্রপচার ও সুস্থতা কামনায় রবিবার পানাগড়ের দান বাবা মাজারে চাদর চড়ানো হলো ও তার পাশাপাশি প্রার্থনা করেন কাঁকসার তৃণমূল কংগ্রেস কর্মীরা । এতিম দান বাবা মাজারে চাদর চড়ান কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কাঁকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ পিরু আব্দুল আলম(পিরু খান) ও এলাকার স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এদিন পিরু আব্দুল আলম(পিরু খান) বলেন মাননীয় শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এর মঙ্গল কামনার জন্য দোয়া করা হইলো। দাদা আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন ।
