পানাগড়ে রবিবার মধ্যরাতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন।তৃণমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কাঁকসা ব্লক কংগ্রেসের উদ্যোগে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন বর্ষবরণের মধ্যরাতে। রবিবার মধ্যরাতে পানাগর গ্রামের পাঠানপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন করলেন পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জালাল উদ্দিন এলাকায় বাবাই নামে পরিচিত। আজ থেকে ঠিক ২৬ বছর আগে ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। তারপর থেকেই এই দিনটিকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পালিত করে আসছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একদিকে ইংরাজি নববর্ষ অন্যদিকে প্রতিষ্ঠা দিবস সম্মিলিতভাবে উৎসবের আকার নিয়েছে বাংলা জুড়ে।পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জালাল উদ্দিন বলেন পশ্চিম বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলকে ইংরেজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আরো বলেন চলতি বছর সকলের ভালো কাটুক সকলের সুস্থ সবল থাকুক আর অশুভক্তির বিনাশ হোক ।
