পাপু লোহার, কাঁকসা :- পারিবারিক অশান্তির জের, মদ্যপ স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করলো স্ত্রী। দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধ এলাকার এই ঘটনায় খুন করে থানায় গিয়ে আত্মসমর্পন স্ত্রী। বাড়ি শিল করে দিলো পুলিশ, তদন্তে নামলো কাঁকসা থানার পুলিশ । কাঁকসার রাজবাঁধ দক্ষিণ ক্যানেলের আদিবাসী পাড়াতে স্বামীকে খুন করে থানায় আত্মসমর্পন স্ত্রী।স্বামীর গলায় দায়ের কোপ মেরে খুন স্ত্রীর। মৃতের নাম চুনা কোড়া বয়স ৪৮, আর স্ত্রী আম্বু কোড়া। স্ত্রীকে পুলিশ গ্রেপ্তার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিশ, ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি কাঁকসা সুমন জয়সওয়াল।বাড়ির ভেতর থেকেই চূড়া কোড়ার রক্তাত্ত দেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তর জন্য হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পড়শীদের বক্তব্য, প্রাইসই অশান্তি লেগেই থাকতো স্বামী স্ত্রীর, আর মদ খাওয়াকে কেন্দ্র করেই এই অশান্তি হতো, গতকাল রাতে সাড়া শব্দ পাওয়া যায়নি, শুক্রবার ভোর রাতে ৪টার দিকে মৃতের স্ত্রী প্রথম তার মেয়েকে ফোন করে বাবা মারা গেছে বলে জানায়, মেয়ে বাড়িতে এসে দেখে বাবার নিথর দেহ পড়ে রয়েছে বাড়ির ভেতরে। ইতিমধ্যে কাঁকসা থানার পুলিশ গোটা বাড়ি শিল করে দেয়, পারিবারিক অশান্তির জেরেই এই খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। অভিযুক্ত আম্বা কোড়াকে জেরা করে পুলিশ প্রকৃত কারণ জানার চেষ্টা করছে। আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি কাঁকসা সুমন জয়সওয়াল জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। গোটা ঘটনার জেরে টানটান উত্তেজনা দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধ দক্ষিণ ক্যানেল সংলগ্ন আদিবাসী পাড়াতে।
Copyright © 2024 News Vision Bangla | All rights reserved. Design by - Digital Mitroo