23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পশ্চিম বর্ধমানের জেলাশাসক ।

    পাপু লোহার , কাঁকসা:- বেশ কয়েকদিন আগে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে বন্যার সম্মুখীন হতে হয় হুগলি ও মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এবং দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের সিলামপুরে বেশ কয়েকটি এলাকা। গত কয়েকদিন আগে প্রবল বৃষ্টির ফলে ডিভিসি থেকে দামোদর নদে জল ছাড়ায় দামোদর নদের তীরবর্তী স্থান গুলি প্লাবিত হয়।  যদিও ওই এলাকা থেকে দামোদর নদের জমা জল পরে বেরিয়ে গেলেও। এলাকায় দামোদরের জল ঢোকার ফলে ক্ষতিগ্রস্ত হন বহু বাসিন্দা। সেই সমস্ত এলাকাগুলি রবিবার বিকাল ৪টা নাগাদ পরিদর্শন করেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পান্নাওয়ালাম,দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়।এছাড়াও উপস্থিত ছিলেন কাঁকসার বিডিও পর্ণা দে, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, নব কুমার সামন্ত, কুলদীপ সরকার, আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা বাগদি, উপপ্রধান নাসিম আলি মীর সহ পঞ্চায়েতের কর্মীরা। কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার জানিয়েছেন, কত কয়েক দিন আগে প্রবল বৃষ্টির ফলে ডিভিসি থেকে ছাড়া জলে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার সিলামপুর এলাকা জনমগ্ন হয়ে পড়ে। এলাকায় জল ঢুকে যাওয়ার ফলে বহু বাসিন্দা ক্ষতিগ্রস্ত হন। রবিবার  প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শন করার পর তারা জানিয়েছেন, যে শীঘ্রই একটি দল গোটা এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমানের একটি তালিকা তৈরি করবে। সেই তালিকা অনুযায়ী এলাকার যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ রয়েছেন তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে সরকার থেকে।। 

    PSX 20240922 194404

    আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম আলী মির জানিয়েছেন এলাকায় জল ঢোকার দিন থেকেই তারা রাত জেগে নজরদারি চালিয়েছিলেন।ওই সময় এলাকা জলমগ্ন হয়ে যাওয়ার ফলে তারা সকল মানুষকে নিরাপদ স্থানে থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন। এদিন প্রশাসনের আধিকারিকরা পরিদর্শন করে তারা দ্রুত যাতে ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায় তার ব্যবস্থা করবেন বলে জানিয়ে গেছেন। তবে আগামী দিনে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে নিম্নচাপের আগাম সতর্কতা দেওয়া হয়েছে। সেইমতো তারাও সতর্ক থাকবেন এবং সরকার যেভাবে তাদের পাশে রয়েছে আগামী দিনেও মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img