23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বহুযুগ পরে লক্ষ্মীর আগমনে খুশির হওয়া মন্ডল পরিবারে ।

    বহুযুগ পরে লক্ষ্মীর আগমনে খুশির হওয়া মন্ডল পরিবারে ।

    পাপু লোহার ,আউসগ্রাম:-

    এসো মা লক্ষী বসো বস ঘরে, আমারি ঘর করো আলো করে। 

    সদ্যজাত কন্যা “ইভিকা” কে ফুল দিয়ে সাজানো গাড়িতে ব্যান্ডপাটি বাজিয়ে ঘরে স্বাগত আউসগ্রামের ব্যবসায়ীর ।তিন পুরুষের পর জন্ম কন্যা সন্তানের তাই এই আনন্দেই মেতে উঠেছে ধানতোর গ্রামের মন্ডল পরিবার।এত বছর পর কন্যা সন্তান তাই খুশি পরিবারের সকলেই,সেই কারণেই ঘরের মেয়েকে দেবী রূপেই বরণ করে নিল মন্ডল পরিবার।আয়োজনের শেষ নেই, সুসজ্জিত গাড়ি, ব্যান্ড পাটি, বালতি বালতি মিষ্টি কি নেই সেটাই ছিলো দেখার।সমাজে নানা রকম লোকের বাস হয়তো এই কারণেই সমাজটা ও বিচিত্র। কোথাও কন্যা সন্তানকে মাতৃগর্ভে নষ্ট করে দেওয়া হচ্ছে , আবার কোথাও কন্যা সন্তান হওয়ার জন্য পুত্রবধূদের হতে হয় নানান নির্যাতনের শিকার ঠিক অন্যদিকেই ব্যতিক্রম ছবি দেখা গেলো হাউস নামের মন্ডল পরিবারে সদ্যজাত কন্যা “ইভিকা” কে ফুল দিয়ে সাজানো গাড়িতে ব্যান্ডপাটি বাজিয়ে ঘরে স্বাগত ব্যবসায়ীর ।

    IMG 20240106 WA0031

    জানা যায় আউসগ্রাম 2 নং ব্লকের দেবশালা অঞ্চলের অন্তগত ধানতোর গ্রামের বাসিন্দা স্বর্গীয় সুকুমার মন্ডল ছিলেন তার পিতার একমাত্র সন্তান।স্বর্গীয় সুকুমার মন্ডলেরও ছিলো না কোনো কন্যা সন্তান, ছিলো তিন পুত্র।পরবর্তী সময়েও এই মন্ডল পরিবারে কোনো কন্যা সন্তান জন্ম গ্রহন করেনি।অবশেষে তিন পুরুষের পর পরিবারে কন্যা সন্তান জন্ম গ্রহন করায় আনন্দে আত্মহারা গোটা মন্ডল পরিবার।তাই ঘরের মেয়েকে গ্রামের শেষ প্রান্ত থেকে ব্যান্ড পাটি বাজিয়ে গ্রামের মানুষদেরকে মিষ্টি মুখ করিয়ে ঘরের মেয়েকে লক্ষী রূপে জাকজমক ভাবে বরণ করে নিলেন মন্ডল পরিবারের ছোট থেকে বড় সকল সদস্যরা।

    IMG 20240106 WA0030 1

    পরিবারের সদস্যরা জানান যে মেয়ে হলো ঘরের লক্ষী, তাই পরিবারে কন্যা সন্তান হলে অবহেলা নয়,তাকে পুত্র সন্তানের মতোই সম্মান দেওয়া হোক এই বার্তায় দিলেন দাদু কাজল মন্ডল। পরিবারের সদস্যা শ্যামলী মন্ডল জানান আমরা ঘরের মেয়েকে চোখের জল দিয়েই স্বাগত জানিয়েছি,এবং আগামী দিন গুলিতেও যেন এই ভাবেই ভালবাসতে পারি,তাই ভালোবেসে পরিবারে সকলেই নবজাতকের নাম রেখেছে ইভিকা আর ছোট্ট ইভিকা পেয়ে খুশি তার পিতা, মাতা থেকে পরিবারের সকলেই। একই পৃথিবী (World), একই সমাজ কিন্তু চরিএ দেখা যায় ভিন্ন ভিন্ন একবিংশ শতাব্দীর বুকে সকলকে কুসংস্কার থেকে বেরিয়ে পুত্র এবং কন্যা সবাইকেই সমদৃষ্টিতে দেখা উচিত। কন্যা মানেই অবহেলার বস্তু নয়।

    IMG 20240106 WA0030

    ছবি :- মনোজিৎ গোস্বামী ।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img