পাপু লোহার, পানাগড় :- পানাগড় দমকল বাহিনীর বাৎসরিক রক্ষা কালী পূজা উপলক্ষে শুক্রবার পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসারত রোগীদের মধ্যে ফল , মিষ্টি বিতরণ করা হয়৷ প্রতি বছর পানাগড় দমকল বাহিনীর বাৎসরিক রক্ষা কালীপূজা উপলক্ষে এই উদ্যোগ নেয় আধিকারিকেরা। দমকল বাহিনী তরফ থেকে জানানো হয় প্রতি বছর বাংলা ক্যালেন্ডারে মাঘ মাসের অমাবস্যায় রক্ষা কালী পূজা অনুষ্ঠিত হয় সেই পুজাকে সামনে রেখে পানাগড় দমকল বাহিনী।

প্রতিবছর বিভিন্ন রকম সমাজ সেবামূলক কার্যক্রম নিয়ে থাকে প্রতি বছরই তারা বিভিন্ন হসপিটালে রোগীদের ফল মিষ্টি বিতরণ করেন এদিন পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ৪০ জন অসুস্থ রোগীর হাতে ফল মিষ্টি ও জলের প্যাকেট তুলে দেন দমকল বাহিনীর আধিকারিকেরা । পাশাপাশি এদিনের পুজো উপলক্ষে জনসাধারণের জন্য নরনারায়ণ সেবার ব্যবস্থা করেছে পানাগড় দমকল বাহিনী।