23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বাৎসরিক রক্ষা কালী পূজা উপলক্ষে স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের ফল বিতরণ করল পানাগড় দমকল বাহিনী

    পাপু লোহার, পানাগড় :- পানাগড় দমকল বাহিনীর বাৎসরিক রক্ষা কালী পূজা উপলক্ষে শুক্রবার পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে  চিকিৎসারত রোগীদের মধ্যে ফল , মিষ্টি বিতরণ করা হয়৷ প্রতি বছর পানাগড় দমকল বাহিনীর বাৎসরিক রক্ষা কালীপূজা উপলক্ষে এই উদ্যোগ নেয় আধিকারিকেরা। দমকল বাহিনী তরফ থেকে জানানো হয় প্রতি বছর বাংলা ক্যালেন্ডারে মাঘ মাসের অমাবস্যায় রক্ষা কালী পূজা অনুষ্ঠিত হয় সেই পুজাকে সামনে রেখে পানাগড় দমকল বাহিনী।

    PSX 20240213 130959

    প্রতিবছর বিভিন্ন রকম সমাজ সেবামূলক কার্যক্রম নিয়ে থাকে প্রতি বছরই তারা বিভিন্ন হসপিটালে রোগীদের ফল মিষ্টি বিতরণ করেন এদিন পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ৪০ জন অসুস্থ রোগীর হাতে ফল মিষ্টি ও জলের প্যাকেট তুলে দেন দমকল বাহিনীর আধিকারিকেরা । পাশাপাশি এদিনের পুজো উপলক্ষে জনসাধারণের জন্য নরনারায়ণ সেবার ব্যবস্থা করেছে পানাগড় দমকল বাহিনী।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img