23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বিশ্ব পরিবেশ দিবসে আগামী প্রজন্মকে বিশ্ব উষ্ণায়ন থেকে বাঁচাতে অঙ্গীকারবদ্ধ হলেন কারখানার আধিকারিকসহ কর্মীরা।

    সংবাদদাতা :- পাপু লোহার, পানাগড় , বুধবার ৫ই জুন সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস । সেইমতো পানাগড় শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার বটলিং প্ল্যান্টে। এদিন সকালে কারখানার পক্ষ থেকে কারখানার আধিকারিক পাশাপাশি কারখানার , শ্রমিক, ড্রাইভার ও নিরাপত্তা রক্ষী সকলে মিলে পরিবেশ দিবসের দিনে পরিবেশ রক্ষা করার শপথ গ্রহণ করে। এর পাশাপাশি এদিন কারখানা চত্তরে ১২০ টি বৃক্ষ রোপন করা হয়।

    PSX 20240605 224329

    বারে বারে মনে পড়ে যায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কথা , তিনি তার ছাড়পত্র কবিতায় লিখে গিয়েছিলেন,  এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান;  জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ-পিঠেচলে যেতে হবে আমাদের। চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ ,প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি , নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অঙ্গীকারের অঙ্গীকারবদ্ধ হলেন পানাগড় শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার বটলিং প্ল্যান্টের  আধিকারিক থেকে শ্রমিক সকলেই ।

    PSX 20240605 221409

    প্রকৃতির উপর লাগামহীন অত্যাচার আর অনাচারে তৈরি হয়েছে ভারসাম্যহীন এক বিপন্ন পৃথিবী। ভারসাম্যহীন উষ্ণায়ন পৃথিবীতে বাড়ছে অতিবৃষ্টি, ঝড়, বন্যা, খরা ও নিত্যনতুন মারণরোগের প্রকোপ। মুনাফার রঙিন হাতছানি. অপরিকল্পিত নগরায়ণের কারণে নদ-নদী-খাল-বিল-পুকুর-জলাশয়ের মতো জলধারণ ও জলজোগানের চিরচারিত উৎসগুলি ক্রমশ সঙ্কুচিত হয়ে কড়া নাড়তে আরম্ভ করেছে আগামীর তীব্র জলসঙ্কট। এই সঙ্কট, সঙ্কটের উৎস ও উত্তোরণের দিকগুলিকে চিহ্নিত করে তার সমাধানের জন্য পরিবেশ কর্মী থেকে পরিবেশ বিজ্ঞানীরা অবিরত কাজ করে চলেছেন। প্রত্যেক ব্যক্তির যেখানেই জায়গা পাওয়া যাক না কেন সেখানেই একটি গাছ অবশ্যই লাগানো উচিত। বড় হওয়া পর্যন্ত গাছের যত্ন নেওয়া উচিত। তাহলে অবশ্যই আগামী প্রজন্মের জন্য  ভবিষ্যতে পরিবেশ শুদ্ধ হতে পারে। কারখানার আধিকারিক রাহুল সিং জানিয়েছেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তারা সকলেই শপথ গ্রহণ করে অঙ্গীকার বদ্ধ হয়েছেন তারা প্রত্যেকেই একটি করে বৃক্ষরোপণ করবেন এবং সেই বৃক্ষ গুলি যাতে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় তার দিকেও তারা নজর রাখবেন। পাশাপাশি আশেপাশের সমস্ত মানুষকে তারা বৃক্ষ রোপনের প্রতি উৎসাহ প্রদান করবেন। তিনি জানিয়েছেন আজকের দিনে তারা ১২০ টি বৃক্ষরোপণ করেছেন। আগামী মরশুমে তাদের লক্ষ্য ১০০০ টি বৃক্ষ রোপন তাদের পরিচর্যা করে বাঁচিয়ে তোলা । এই দিনের পরিবেশ দিবসে বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার বটলিং প্ল্যান্টের আধিকারিক অশ্বীন কল্যাণ, বিকাশ কান্তিয়াল, সায়ন সাহা,সৌরভ আকাশ, অভিনব কুমার পাশাপশি কারখানার সকল শ্রমিক, ড্রাইভার সহ নিরাপত্তা রক্ষীরা ।

    PSX 20240605 221121

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img