23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    বুদবুদের আমরা ক’জন স্পোটিং ক্লাবের এবারের থিম “মাটি আমার মা”

    পাপু লোহার ,কাঁকসা:-   থিম মাটি আমার মা আর মাটি কে ঘিরেই গোটা পূজা মন্ডপকে সাজানো হয়েছে মাটির বিভিন্ন রকম বস্তু দিয়ে এবার । পাশাপাশি মন্ডপের ভিতরের সজ্জা গ্রাম বাংলার মাটির রুমের আদলে সাজানো হয়েছে এবং  থিমের সামঞ্জস্য রেখেই এবারের দেবীর মূর্তি । বাংলার হারিয়ে যাওয়া শিক্ষা সংস্কৃতি কথা মাথায় রেখে তাদের থিম কে সাজিয়ে তুলেছে পূজা মন্ডপ। এবার ৫২ তম বর্ষে পদার্পন করলো বুদবুদের আমরা ক জন স্পোর্টিং ক্লাবের পুজো।

    PSX 20241008 122832

    ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলন করে এবছর পুজোর সূচনা করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টপাধ্যায়,এছাড়াও উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই,গলসি ১ নং ব্লকের বিডিও জয়প্রকাশ মন্ডল, গলসি ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি আল্পনা বাগদি, সহ সভাপতি অনুপ চট্টোপাধ্যায়, বুদবুদ থানার ওসি মনোজিৎ ধারা সহ এলাকার অন্যান্য বিশিষ্ট জনেরা ও ক্লাবের সদস্যরা।শতাধিক দূঃস্থ ব্যাক্তিদের বস্ত্র বিতরণ করা হয়। তাছাড়া এলাকার শিল্পীদের নিয়ে নৃত্য পরিবেশিত হয়। বুদবুদ আমরা ক’জন স্পোর্টিং ক্লাব পরিচালিত প্রতি বছর এই দূর্গোৎসবের ভিন্ন থিমে এলাকার মানুষের মন জয় করে।

    PSX 20241008 123010

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img