পাপু লোহার, পানাগড় :-
রাম মন্দির উদ্বোধন কে সামনে রেখে পানাগড় রাম নবমী মহোৎসব সমিতির উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা ও রক্তদান শিবির ।অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পাশাপাশি রমলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সোমবার সেই উপলক্ষে পানাগড় রাম নবমী মহোৎসব সমিতির পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা হল রবিবার সকালে । এক বিংশ শতাব্দীতে আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান । বর্তমানে সরকারি রক্ত ভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুত আছে । বেসরকারীভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে । তাছাড়া রোগজীবাণু সংক্রমিত হওয়ার ভয় থাকে । সেই কারণে পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।

পানাগড়ের রামভক্তরা রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করলেন । এদিনের স্বেচ্ছায় রক্তদান করেন প্রায় ৮০ জন । পুরুষ ও মহিলা পাশাপাশি এলাকার বিভিন্ন মানুষেরা আসেন স্বাস্থ্য পরীক্ষা করাতে । রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া, কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল, পানাগড় ডিসপোজাল এন্ড স্পেয়ার পার্স এসোসিয়েশনের সভাপতি অরুণ সিং , সম্পাদক রামচন্দ্র জয়সওয়াল , স্থানীয় বরিষ্ঠ নাগরিক রবীন্দ্র প্রতাপ সিং , পানাগড় রাম নবমী মহোৎসব সমিতির সভাপতি নরেন্দ্র সিং, সম্পাদক পবন আগরওয়াল , প্রদীপ নারায়ণ ঠাকুর , ঘনশ্যাম যাদব, অবিনাশ ওঝা, সুরাজ সিং, হারিস মিশ্রা সহ কমিটির সদস্যরা ও এলাকার বিশিষ্টজনেরা । দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া বলেন দীর্ঘ ৫০০ বছরের প্রতীক্ষার পর সোমবার অভিজিৎ যোগে রামলালা প্রাণ প্রতিষ্ঠা হবে। রামলালার বা দেশের জন্য রাম ভক্তরা সর্বদা রক্ত দিতে প্রস্তুত, তবে তিনি আরো বলেন ভেদাভেদ নয় সকল ধর্মকে সাথে নিয়ে পথ চলতে হবে , আর অসুস্থ শরীরের যখন রক্তের প্রয়োজন হয় তখন সেই রক্তে কিন্তু লেখা থাকে না যে রক্ত হিন্দু মুসলিম শিখধর্মের মানুষের রক্ত , রক্ত একটাই তাই কোন ভেদাভেদ নয়। একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়েও বিজ্ঞান অনেক অসাধ্য সাধন করলেও আজও অবধি রক্তের কোন বিকল্প আবিষ্কার করতে পারিনি তাই আজও রক্তের প্রয়োজনে মানুষের প্রয়োজন হয় । রক্তদান , মহৎদান ।
