23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ভোটের মুখে নতুন রাস্তা পেয়ে খুশির হাওয়া কাঁকসায়

    নিজস্ব সংবাদদাতা , কাঁকসা :- কাঁকসা গ্রাম পঞ্চায়েতের রেলপাড়ের রায় বাঁধের নতুন পাড়ার বাসিন্দাদের দীর্ঘ প্রায় পনেরো কুড়ি বছরের দুঃস্বপ্ন জল – কাদা ভেঙে এলাকার বাসিন্দাদের নিত্যদিনের যাতাযাত ছিল আর সেই দুর্ভোগের ভোগান্তি থেকে অবশেষে নতুন ঢালাইয়ের রাস্তা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন রায়পাড়ার বাসিন্দারা ।বাম আমলে বাম সরকার সেইভাবে রাস্তাঘাটের কোন উন্নয়ন করেনি যদিও তৃণমূল সরকার আসার পর প্রত্যন্ত গ্রাম থেকে শহরাঞ্চলের রাস্তাঘাটের আমূল পরিবর্তন এসেছে তবুও গ্রামাঞ্চলের বহু রাস্তা এখনো কাঁচা । নির্বাচনের সময় প্রার্থীরা আশ্বাস দেয় এবার। ভোটের পরে রাস্তা হবেই তবুও ভোটের পর দিন পেরিয়ে যায় হয়না কাঁচা থেকে পাকা রাস্তা । প্রপোজ এলাকার বাসিন্দারা আশায় বুক বেঁধেছিলেন তাদের দুঃস্বপ্ন একদিন ঠিক কেটে যাবে। এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় ভোটের আগে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় প্রচার তুঙ্গে নিয়ে গিয়েছিলেন তিনি এবং জনসাধারণের সমস্যার কথা শোনেন ও প্রতিশ্রুতি দিয়েছিলেন মিলবে পাকা রাস্তা । এবর্ষায় আর হাতে চটি নিয়ে হাঁটতে হবে না , প্রতিশ্রুতি পালন করলেন কর্মদক্ষা বৈশাখী ব্যানার্জ্জী।শনিবার প্রথশ্রী প্রকল্পে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের একটি ও আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের তিনটি রাস্তার শুভ উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর ব্যানার্জ্জী ও বৈশাখী ব্যানার্জ্জী ।।

    PSX 20240316 214333

    এদিনের রাস্তা উদ্বোধনে রেলপাড়ে উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বৈশাখী সিং পঞ্চায়েত সদস্য গৌতম বাউরী ,গৌতম পরামানিক , সহ এলাকার সমাজসেবী পল্লব ব্যানার্জ্জী, হ্যাপি বৈদ্য সহ এলাকার অন্যান্য বিশিষ্টজনেরা। আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের রাস্তা উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর ব্যানার্জ্জী ও বৈশাখী ব্যানার্জ্জী, কাঁকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নব সামন্ত , আমলাজোড়া পঞ্চায়েতের প্রধান কনিকা বাগদী, উপপ্রধান নাসিম আলী মীর ও আরো অনেকে ।কাঁকসা গ্রাম পঞ্চায়েতের এ দিন রেলপাড় থেকে রাযবাঁধ নতুনপাড়া পর্যন্ত ৫০০ মিটারের একটি পাকা রাস্তার উদ্বোধন হয়, পাশাপাশি আমলা জোড়া পঞ্চায়েতের মানিকআড়া, নতুনগ্রাম ও মামারগঞ্জের একটি করে রাস্তার উদ্বোধন হয় ।পথশ্রী প্রকল্পে নতুন রাস্তা পেয়ে সভাবতই খুশি স্থানীয় বাসিন্দারা । জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য বৈশাখী ব্যানার্জ্জী বলেন “ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন , আর সেই উন্নয়নের স্বাদ আজ পেল কাঁকসা এবং আমলাজোড়া পঞ্চায়েত এলাকার বাসিন্দারা । পাকা রাস্তা হল । সিপিএম আর বিজেপি একসাথে কুৎসা করছে কিন্তু বাংলায় ওরা কোন উন্নয়নের কাজ করে নি করবে না কিন্তু কাজ করছেন উন্নয়ন করছেন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আজ গ্রামের বাসিন্দারা পাকা রাস্তা পাচ্ছেন এটা জেনে খুশীর হাওয়া গ্রামীন বাসিন্দাদের মধ্যে”।

    PSX 20240316 215506

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img