23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মকর সংক্রান্তিতে মকর স্নান করতে এসে তলিয়ে গেল এক যুবক রণডিহা ড্যামে ।

    পাপু লোহার, বুদবুদ :- চার বন্ধু মিলে এসেছিল মকর স্নান করতে , সোমবার বিকেলবেলায় দামোদর নদীতে স্নান করতে নামলে সেখান থেকে তলিয়ে যায় একজন। জানা গেছে পূর্ব বর্ধমানের আউশগ্রামের অমরার গড়ের বাসিন্দা , নাম শুভজিৎ ব্যানার্জি বয়স ১৮ বছর ।সোমবার মকর সংক্রান্তিতে মকর স্নান করবে বলে বুদবুদ থানার রণডিহার , রণডিহা ড্যামে বিকালের দিকে স্নান করতে নামে চার বন্ধু, এরপর শুভজিৎ সেখান থেকে তলিয়ে যায় ।

    PSX 20240115 220205

    এই ঘটনায় হক-চকিয়ে যায় বাকি তিন বন্ধু , তখন তারা চিৎকার চেঁচামেচি শুরু করে তাদের চিৎকার শুনে ঘটনাস্থলে যায় বুদবুদ থানার পুলিশ । পাশাপাশি ছুটে আসে এলাকার স্থানীয় জেলেরা ।জেলারা নৌকা নিয়ে বহু খোঁজাখুঁজির পর অবশেষে জেলেরা কাটা জালের সাহায্য নিয়ে বিকাল ৫:৩০ মিনিটে দেহ উদ্ধার করে বুদবুদ থানার হতে তুলে দেয় l বুদবুদ থানার পুলিশ দেহ উদ্ধার করে দুর্গাপুর হাসপাতালে পাঠায়।

    PSX 20240115 220251

    বারে বারে একই ঘটনা ঘটার পরেও পুলিশের নজরদারির অভাব রণডিহা ড্যামে । এদিন স্থানীয় বাসিন্দারা পুলিশের নজরদারির জন্য বিক্ষোভ দেখান l স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নজরদারি থাকে না ফলে অজানা দামোদরে স্নান করতে নেমে কিম্বা বেড়াতে এসে সেলফি তুলতে বারবার তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে থাকে তবু নজরদারির কোন ব্যবস্থা পঞ্চায়েত থেকে গড়ে ওঠে নি বলেই অভিযোগ স্থানীয়দের।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img