23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    মরহুম হালিম হালিমা স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ও দাতা লালন মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেল আউশগ্রামের গেঁড়াইয়ে ।

    পাপু লোহার, আউশগ্রাম :- মরহুম হালিম হালিমা স্মৃতি ফুটবল প্রতিযোগিতা ও দাতা লালন মেলার প্রথম সেমিফাইনাল খেলার সূচনা হল গত ডিসেম্বর 27 তারিখে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম-২ নং ব্লকের গেঁড়াইয়ের ফুটবল মাঠে গত একমাস আগে এই খেলার সূচনা করা হয়। বলাইবাহুল্য এই মেলা ও আকর্ষণীয় এই ফুটবল খেলা উপভোগ করার জন্য এলাকার বহু মানুষ এখানে ভীড় জমান এই কদিন । আকর্ষণীয় হিসাবে মহিলা ঢাকি,মহিলা ব্যান্ড, আতশবাজি প্রদর্শনী, আদিবাসী নৃত্য ও সারেঙ্গী সঙ্গীত ও নৃত্য নিকেতনের পক্ষে মাঠের মাঝে বিশেষ নৃত্য সকল মানুষের মন জয় করে। সমগ্র খেলা ড্রোন ক্যামেরায় সম্প্রচার করা হয়।  এই ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আকার নেয়।আউশগ্রাম-২ ব্লক তৃণমূল নেতা শেখ আব্দুল লালন ও আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার ও তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন সর্বভারতীয় স্পোর্টস সেলের সভাপতি বাবুন বন্দ‍্যোপাধ্যায়, রাজ্য তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবু টুডু, আউসগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার, পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি গার্গী নাহা, অভিনেতা সঞ্জু, আউশগ্রাম ১ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি, আউশগ্রাম-২ ব্লকের সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা। ১৬ টি দলের এই নকআউট ফুটবল প্রতিযোগিতায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় পাণ্ডুয়া ফুটবল একাডেমি ও জগুলিপাড়া ফুটবল ক্লাব। টানটান খেলায় ট্রাইব্রেকারে ১-০ গোলে পাণ্ডুয়া ফুটবল একাডেমি জয়লাভ করে। এদিন এই অনুষ্ঠান মঞ্চে বাবন বন্দোপাধ্যায় বলেন, জেলায় জেলায় আমরা ফুটবলার খুঁজছি।উত্তরবঙ্গ থেকে জঙ্গল মহল এই এলাকায় বহু ফুটবলার খুঁজে পেয়েছি যারা আগামীদিনে বাংলার হয়ে খেলবে। গেড়াইয়ে ফুটবল মাঠে লালনবাবুর উদ্যোগে যে খেলা দেখলাম তাতে মন ভরে গেল এত দর্শক দেখে। তৃণমূল নেতা সুদীপ রাহা বলেন, কয়েকদিন আগে কলকাতায় গীতা পাঠ করেছিল বিজেপি, সেখানে যা লোক ছিল তার থেকে বেশি লোক ছিল এই ফুটবল মাঠে। আর বিজেপি স্বপ্ন দেখছে ৩৫টা আসন দখল করবে লোকসভায়। ওদের বলুন ৩টে আসন বাংলা থেকে দখল করে দেখাক। অমিত শাহ হচ্ছে বিজেপি দলের পানৌতি।

    দ্বিতীয় সেমিফাইনাল 28 শে ডিসেম্বর খেলায় জয়লাভ করলো কোটা তৃণমূল ফুটবল একাদশ। এদিন দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় ইলামবাজার নিতাই একাদশ ও কোটা অঞ্চল তৃণমূল ফুটবল একাদশের মধ্যে।টানটান খেলায় ১-০ গোলে কোটাতৃণমূল ফুটবল একাদশ জয়লাভ করে। দ্বিতীয় সেমিফাইনাল বিশিষ্ট অতিথির হিসেবে উপস্থিত ছিলেন , আউসগ্রামের ব্লক তৃণমূল নেতা শেখ আব্দুল লালন ও আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার ও তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি কোহিনুর মজুমদার,আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার, অভিনেতা সঞ্জু, আউশগ্রাম ১ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি, আউশগ্রাম-২ ব্লকের সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা। টানটান উত্তেজনার মধ্য দিয়ে ২৯ শে ডিসেম্বর হালিম হালিমা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল । ফাইনালে মুখোমুখি হয় দেবশালা অঞ্চল তৃণমূল ফুটবল একাদশ ও পাণ্ডুয়া একাদশের মধ্যে।টানটান খেলায় নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলাটি ট্রাইবেকারে নিষ্পত্তি করা হয়।৪-৫ গোলে জয়লাভ করে দেবশালা অঞ্চল তৃণমূল ফুটবল একাদশ। চূড়ান্ত পর্যায়ের খেলার দিন খেলার মাঠে উপস্থিত হয়েছিলেন আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার ও তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এই ফুটবল খেলায় প্রধান অতিথি হিসাবে হাজির ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ,ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবী,বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল,পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, আউশগ্রাম বিধানসভার বিধায়ক অভেদানন্দ থান্দার,পূর্ব বর্ধমানের জিএসপি ডিএনটি বীরেন্দ্র কুমার পাঠক, অভিনেতা সঞ্জু, আউশগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়,মমতা বাড়ুই, আউশগ্রাম-২ ব্লকের সাতটি অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান সহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিরা।এদিন তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী সায়নী ঘোষ বলেন,এই মাঠে যা দর্শক হয়েছে কলকাতার যে কোন খেলাকে ছাপিয়ে যাবে।তৃণমূল নেতা আব্দুল লালনের উদ্যোগে এই খেলায় আসতে পেরে খুব ভালো লাগছে।আমরা ভোটের সময় শুধু মানুষের বাড়ি গিয়ে ভোট চাইনা মানুষের বিনোদনের জন্য এই রকম মেলা খেলার ও আয়োজন করে থাকি।আব্দুল লালন বলেন,গ্রামের মানুষ তো বাইরে টিকিট কেটে খেলা দেখতে পারেনা তাই তাঁদের কথা মাথায় রেখে এই ধরণের উদ্যোগ,টলিউডের বেশকিছু অভিনেতা অভিনেত্রী আসবেন এখানে অনুষ্টান করতে।এই এলাকার মানুষ ও আমাদের দলের বিধায়ক অক্লান্ত পরিশ্রম করেছেন এই মেলা ও খেলাটিকে সফল করার জন্য।

    PSX 20240118 230654

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img