পাপু লোহার, দুর্গাপুর :- সন্দীপ খুনের ছয় বছর কেটে যাওয়ার পর হাইকোর্টের কাছে সিবিআই তদন্তের আর্জি বিজেপির…. প্রসঙ্গত,২০১৮ সালের ৯ ডিসেম্বর কাঁকসার মলানদিঘীর সরস্বতীগঞ্জের জঙ্গলে দুষ্কৃতীদের গুলিতে খুন হয় বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। এখনো খুনিরা অধরাই রয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহযোগিতায় মৃত্যুর ছ’বছরে সন্দীপের পূর্ণবয়ব মূর্তি বসিয়ে দোষীদের কার্যতো হুংকার দিলেন বিজেপি নেতৃত্বরা। সোমবার বাবা বিজয় ঘোষকে সঙ্গে নিয়ে সন্দ্বীপ ঘোষের পূর্ণবয়ব মূর্তি বসিয়ে মাল্যদান করেন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা, সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত সহ বিজেপি নেতৃত্বরা। সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় অধরা দোষীদের হুংকার দিয়ে বলেন,”অবৈধ কারবারিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল বুথ সভাপতি সন্দীপ ঘোষ। তাই তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। বিদবিহারের জাঠগড়িয়া,মলানদিঘী, গোপালপুরের যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের ২০২৬ এর মধ্যে তাদের জেলে যেতে হবে। আমরা কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই সিবিআই তদন্তের আর্জি করেছি। সিবিআই তদন্ত হবেই। শাস্তি পাবেই দোষীরা।”

অন্যদিকে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য জানান সন্দীপ ঘোষের মৃত্যুকে নিয়ে বিজেপি রাজনীতি করছে। সন্দীপ ঘোষ মূলত বালি কয়লা মাফিয়াদের হাতেই খুন হয় । যদিও এই ঘটনার এখনো তদন্ত চলছে তদন্তে এটাই উঠে এসেছে বিজেপি সমর্থক সন্দীপ ঘোষ পহেলা বালি মাফিয়াদের হাতে,। আর এই তদন্তের মাঝেই বিজেপি বিতর্ক সৃষ্টি করে রাজনীতি করে রাজনীতির রং চরাচ্ছে ও ফায়দা তুলতে চাইছে।
