পাপু লোহার, কাঁকসা :- একুশে জুলাই মানে ধর্মতলা চলো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস । শহীদ দিবসকে সফল করতে কাঁকসায় মিছিল তৃণমূল কংগ্রেসের। সাধারণ মানুষকে আবারো জানিয়ে দেওয়া আর কয়েকদিন পর শহীদ দিবস এই শহীদ দিবসে যাতে আকসার মানুষ ধর্মতলায় উপস্থিত হয় তাই তৃণমূল কংগ্রেস কর্মীদের মিছিল। সোমবার বিকালে পানাগর বাজারে একটি মিছিল করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা।

এই দিনের মিছিলে বেশ কয়েকশ মানুষ অংশগ্রহণ করে। এদিনের মিছিল উপস্থিত ছিলেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কাঁকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আব্দুল আলম(পিরু খান), কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, আকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসিম হায়দার মল্লিক সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী ও কর্মী সমর্থকেরা।