সংবাদ দাতা:- পাপু লোহার, বুদবুদ। রক্তদান জীবন দান ও গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতেশালডাঙ্গা নেতাজি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির অঙ্গ হিসাবে,বিদ্যালয় প্রাঙ্গণে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় ।রবিবার বিদ্যালয় প্রাঙ্গণে মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রাক্তনী সংসদ ও গ্রামবাসীদের উদ্যোগে এবং বিদ্যালয়ের বর্তমান পরিচালন কমিটির পৌরহিত্যে এদিনের রক্তদান শিবির । বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ এই দিনে রক্তদান শিবিরের ৭৫ জনের লক্ষ্য মাত্রা নিয়ে রক্তদান শিবির কে শুরু করেন দিনের শেষে এদিন মোট ৬৩ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যাপক উন্মাদনা ও উৎসবের মেজাজে রক্তদান কর্মসূচী দারুন ভাবেই সফল হয়েছে। অত্যন্ত খুশির খবর ১৯ জন জীবনের প্রথম রক্তদাতা হিসাবে রক্তদান করেন। এদিনের শিবিরে মহিলা রক্তদাতা ছিলেন ৮ জন (যার মধ্যে ৩ জন প্রথম বার)। এর পাশাপাশি এই দিন বিদ্যালয় ভবন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয় উদ্বোধনী সঙ্গীত মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। রক্তদানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে বিশেষ আলোচনা শোভার আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে। আজকের ছাত্রছাত্রীরা, যাঁরা আগামীর রক্তদাতা হিসাবে সমাজে অবদান রাখবে তাঁদেরকে উদ্বুদ্ধ করা হলো শিক্ষক-শিক্ষিকরা সহ পরিচালন কমিটির সদস্যরা।

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্যসাধন ঘটলেও কৃত্রিম উপায়ে রক্ত আবিষ্কার এখনও হয়নি । ফলে যে সমস্ত রোগীর কোনো কারণে অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, তখন সেই রক্ত সুস্থ মানুষের শরীর থেকেই সংগ্রহ করতে হয় । এইজন্য রক্তদান একটি মহৎ দান । বর্তমানে সরকারি রক্তভাণ্ডারে সংরক্ষিত রক্তের পরিমাণ চাহিদার তুলনায় অনেক কম মজুত আছে । বেসরকারীভাবে রক্ত কিনতে প্রচুর পয়সা লাগে । তাছাড়া রোগজীবাণু সংক্রমিত হওয়ার ভয় থাকে । সেই কারণে পাড়ায় পাড়ায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এদিনের রক্তদান শিবিরে ৬৩ জন রক্ত দাতা রক্ত দিয়েছেন তার মধ্যে মহিলা রক্তদাতা সংখ্যা ছিল চোখে পড়ার মতো।