তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ১০০০ জনকে শীত কম্বল বিতরণ করলেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস । সোমবার বিকালে পানাগড় গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ে দুঃস্থ মানুষের হাতে শীত কম্বল তুলে দেওয়া হয়।

এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক তথা কাঁকসা পঞ্চায়েতের বন ও ভূমি কর্মাধক্ষ পিরু খান ওরফে আলম খান। পিরু আলম খান জানিয়েছেন, এবছর তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস , পাশাপাশি ইংরেজি নববর্ষের বর্ষবরণ তাই সারা পৃথিবীর মানুষকে তিনি নববর্ষের শুভেচ্ছা জানান । তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সোমবার সকাল থেকে কাঁকসা ব্লকে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। কোথাও ফল মিষ্টি বিতরণ করা হয়েছে কোথাও আবার দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ

করা হয়েছে। এদিন দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কাঁকসার বিভিন্ন প্রান্তের ১০০০ জন দুঃস্থ মানুষের হাতে শীত কম্বল তুলে দেওয়া হয়। প্রচন্ড শীতে শীতকম্বল হাতে পেয়ে খুশি খুশি হলেন ও সাধুবাদ জানালেন বন ও ভূমি কর্মদক্ষ কে ।