কাঁকসা –
ইংরেজি নববর্ষের প্রথম দিনে সকলের মঙ্গল কামনায় সাঁইবাবার পূজা পাঠ করলেন কাঁকসার ডিফেন্স কলোনীর বাসিন্দা সঞ্জয় ব্যানার্জি। প্রতি বছরের মতোই সঞ্জয় ব্যানার্জি পয়লা জানুয়ারি সকলের মঙ্গল কামনায় সাই বাবার পূজা অর্চনা করেন , দীর্ঘ পাঁচ বছর ধরে তিনি এই মহৎ কাজ করে আসছেন,
এদিন বিকালে একটি সুসজ্জিত পালকিতে সাঁইবাবার প্রতিকৃতি সাজিয়ে পাড়ার সকলে মিলে গ্রাম পরিক্রমায় বেরোয় । এদিনের অনুষ্ঠানের যোগদান করে পাড়ার কচিকাঁচা থেকে বয়স্ক সকলেই । এলাকার বাসিন্দারা তার এই কাজ কে সাধুবাদ জানিয়েছে । সঞ্জয় ব্যানার্জি জানিয়েছেন গত 5 বছর ধরে তিনি এই পূজা পাঠ করে আসছেন সকলের মঙ্গল কামনার জন্যই।তিনি আরো বলেন যে সকলেই যেন সারা বছর সুস্থ ও সবল থাকে তার জন্যই এই পূজা অর্চনা।
