নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:- দুর্গাপুর বিধাননগরে DSMS College ৪ ঠা ফেব্রুয়ারি সমাজ কে সচেতন করার উদ্দেশে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ের উদ্যোগ নিয়েছে। আগামীদিনের এই মহত কর্মসূচি সফল করতে শুক্রবার কলেজ কর্তৃপক্ষ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই ম্যারাথন এর নাম দেওয়া হয়েছে “Run for Environment”।

ম্যারাথনের স্লোগান থাকছে “Pollution Free Solution tree”। ম্যারাথনে মহিলা ও পুরুষ একসাথেই অংশগ্রহণ করবেন। কর্তৃপক্ষের উদ্দেশ্য, নতুন প্রজন্মকে এই প্রকৃতিকে দূষণমুক্ত করতে হবে। এছাড়াও বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে ম্যারাথনের আয়োজন করা হচ্ছে।