23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে সারদা বিদ্যাপীঠ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান ও স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তি উন্মোচন। 

    পাপু লোহার, কাঁকসা:- স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে প্রোজ্ঞান ফাউন্ডেশনের সারদা বিদ্যাপীঠ বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পাশাপাশি স্বামী বিবেকানন্দের একটি আবক্ষ মূর্তি র আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্কুল কর্তৃপক্ষ স্বামীজীর জন্মদিনেই। প্রতিবছরেই বিদ্যালয়ের পক্ষ থেকে বার্ষিক অনুষ্ঠান হয় সেইমতো বিবেকানন্দের মূর্তি উন্মোচনের কথা ভেবে ও যুব দিবসকে সামনে রেখে শুক্রবার বিদ্যালয়ের প্রাঙ্গনে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিনের বাৎসরিক অনুষ্ঠানে নাচ গান কবিতা পরিবেশন করে স্কুলে ছাত্র-ছাত্রীরা । কৃতি ছাত্র-ছাত্রীদের স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতি বছরের মত এ বছরও ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হয় এবং শিক্ষাবর্ষে সর্বোচ্চ নাম্বার পাওয়া ছাত্র অথবা ছাত্রীকে দেওয়া হয় স্কলারশিপ। ,এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সিলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জিতেন্দ্র নাথ মন্ডল , রামকৃষ্ণ মিশন আশ্রম বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক জীবনকৃষ্ণ গোস্বামী ,প্রোজ্ঞান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অর্চনা নাগ, প্রোজ্ঞান ফাউন্ডেশনের সদস্যরা, বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীদের অভিভাবক ও অভিভাবকেরা । 

    PSX 20240113 201908

    প্রসঙ্গত , গুটি গুটি পায়ে প্রোজ্ঞান ফাউন্ডেশনের পথ চলা প্রায় ৮ বছর অতিক্রান্ত হল,  ফাউন্ডেশনের বিদ্যালয় প্রথমে গুটি কয়েক ছাত্র-ছাত্রীকে নিয়ে বিদ্যালয় শুরু হয়, তারপর ধীরে ধীরে এর বিস্তার বৃদ্ধি পায় আজ প্রায় ছাত্র-ছাত্রীর সংখ্যা শখানেক , এই বিদ্যালয় ইংরেজি ও বাংলা মিডিয়াম এ ধরনের ই পঠন পাঠন করানো হয়, চলতি বছরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ১৮০ জন।  শুক্রবার বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানে প্রত্যেকটি ক্লাসের কৃতি ছাত্রছাত্রী ৫০ জনকে পুরস্কৃত করে প্রোজ্ঞান ফাউন্ডেশন কর্তৃপক্ষ । পাশাপাশি প্রতিবছর বিদ্যালয়ে সর্বোচ্চ নাম্বার অধিকারী ছাত্র-ছাত্রীকে বিদ্যালয় থেকে দেওয়া হয় স্কলারশিপ । 

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img