পাপু লোহার , বুদবুদ :- স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুদবুদ ট্রাফিক গার্ডের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ এর র্যালি অনুষ্ঠিত হলো । এদিন বুদবুদে তিলডাঙ্গা মোড় থেকে বুদবুদ বাজার আবার ঘুরে তিলডাঙ্গা মোড়ে এসে র্যালিটি শেষ হয় । এদিনের র্যালিতে উপস্থিত ছিলেন বুদবুদ ট্রাফিক গার্ডের ওসি সন্দীপ সোম ও বুদবুদ থানার ভারপ্রাপ্ত অফিসার বাহালুল মল্লিক সহ বুদবুদ ট্রাফিক গার্ডের অফিসারেরা ও বুদপুর থানা ও ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারা।

নিত্যদিন বাড়ছে জাতীয় সড়কের ওপর দুর্ঘটনা, তাই এলাকার জনসাধারণকে সচেতন করতে ট্রাফিক গার্ডের এই উদ্যোগ। এদিন এই সেফ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের মধ্য দিয়ে পথচলতি মানুষদের সচেতন করতে সকলকে বোঝানো হয় যেন সকলেই বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করে এবং রাস্তা পারাপার হওয়ার সময় যেন ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পারাপার করেন। এছাড়া গাড়ি চালানোর সময় মোবাইল ব্যাবহার যাতে কেউ না করেন।