23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ৫৬ তম জন্মদিনে মহাকালেশ্বর মন্দিরে অক্ষয়

    নিজস্ব প্রতিনিধি , মুম্বাই – আজ ৯ই সেপ্টেম্বর অক্ষয় কুমারের ৫৬ তম জন্মদিন। গতকাল রাত ১২ টা বাজার পর থেকেই অভিনেতাকে জন্মদিনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন অনেকে। জন্মদিনের সকাল সকাল অভিনেতাকে পুজো দিতে দেখা গেলো মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে

    বিশ্বের বারোটি মন্দিরের মধ্যে একটি মন্দির মধ্যপ্রদেশের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির। এটি ভারতের প্রাচীন শহর উজ্জয়নে পবিত্র শিপ্রা নদীর তীরে অবস্থিত। জন্মদিনের সকাল সকাল গেরুয়া বস্ত্রে পুজো দিচ্ছেন অক্ষয় কুমার। সঙ্গে ছিলেন ছেলে আরভ এবং ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। মন্দিরে বসে পুজো দেবার ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসে সোশ্যাল মিডিয়ায়।

    সোশ্যাল মিডিয়ায় ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসতেই জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এক অনুরাগী লিখেছেন,”অক্ষয়ের ইশ্বরভক্তি আমার মন কেড়ে নিয়েছে”। অন্যজন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন,”ভগবান আপনার মঙ্গল করুন এই প্রার্থনা করি”।

    গত মাসে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘ওএমজি-২’। ২০২১-২০২২ এর ব্যর্থতার পর এই ছবি প্রায় ১৫০ কোটি ব্যবসা করছে। সম্প্রতি সামনে এসেছে ‘মিশন রানিগঞ্জ’ – এর মোশন ভিডিও পোস্টার। টিনু সুরেশ দেশাই পরিচালনায় তৈরি এই ছবি আগামী ৬ই অক্টোবর মুক্তি পাবে। আরো শোনা যাচ্ছে ‘ওয়েলকাম’ পার্ট থ্রি শীঘ্রই আসতে চলেছে। ‘ওয়েলকাম’ পার্ট থ্রি নাম হতে চলেছে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img