নিজস্ব প্রতিনিধি , কলকাতা – নিয়োগ প্রক্রিয়ার দাবিতে উচ্চ প্রাথমিকের প্রার্থীরা বহুবার আন্দোলনে নেমেছেন। শহরের রাস্তায় মিছিল থেকে শুরু করে তারা গিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছেও। আর এবার দীর্ঘ আট বছর পর অবশেষে উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। বুধবার মেধা তালিকা প্রকাশিত হবে। ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদে নিয়োগ করা হবে।
উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৪ সালে। এরপর প্রথম পর্যায়ের মেধা তালিকা প্রকাশিত হলে তার বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। হাইকোর্ট সেই প্যানেল বাতিল করে দেয়। এরপর আবার ২০২১ সাল থেকে স্কুল সার্ভিস কমিশন দ্বিতীয় পর্যায়ের মেধা তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করে।
এরপর দীর্ঘ সময় ধরে জটিলতার পর হাইকোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন আগামীকাল ২০১৪ সালের উচ্চ প্রাথমিক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, একাধিক তথ্য উল্লেখ থাকবে উচ্চ প্রাথমিকের এই প্যানেলে।
প্যানেলে প্রার্থীদের নাম ও রোল নম্বরের পাশাপাশি উল্লেখ থাকবে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে প্রাপ্ত নম্বর, টেটের প্রাপ্ত নম্বর সহ বিভিন্ন তথ্য। একই সঙ্গে প্রার্থীরা বুঝতে পারবেন প্যানেলে প্রকাশিত তথ্য সঠিক নাকি ভুল। তবে প্যানেল প্রকাশ করলেও কবে থেকে প্রার্থীদের নিয়োগ পত্রের প্রক্রিয়া শুরু করা হবে তা স্থির নেই। স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকরা জানিয়েছেন, এটি তাদের হাতে নেই। পুরোটাই হাইকোর্টের উপর নির্ভর করছে।