23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    যাদবপুরে কাণ্ডের মধ্যেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল

    নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর – যাদবপুরের পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রধান পেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এদিন নতুন উপাচার্য হিসেবে দায়ভার গ্রহণ করলেন দীপক কুমার রায়। তিনি এই বিশ্ববিদ্যালয়েরই বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন।

    সূত্রের খবর , সোমবার রাতে নবান্নে রাজ্যপাল সিভি আনন্দ বোসের স্বাক্ষরিত একটি নোটিশ আসে এবং সেখানে দীপক কুমার রায়কে উপাচার্য হিসেবে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়। এরপর মঙ্গলবার সকালে নতুন উপাচার্য পদে বহাল হলেন তিনি। পরর্বতী নির্দেশ না আসা পর্যন্ত তিনিই এই পদে বহাল থাকবেন বলে জানা গেছে।

    এই বিষয়ে নতুন উপাচার্য দীপক কুমার রায় জানান,‘খুব ভালো লাগছে। সকলের সহযোগিতায় ও শুভেচ্ছায় এমন এক গুরুদায়িত্ব পেলাম আমি’। পাশাপাশি তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় একটি শিক্ষাঙ্গন। এখানে সবার আগে পঠনপাঠন সংক্রান্ত নজর দেওয়া দরকার।” অন্যদিকে, যাদবপুরের ঘটনা তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং এর কোনো সমস্যা নেই। এছাড়াও রয়েছে অ্যান্টি র‌্যাগিং সেল। তারা যথা সময়ে যথাযথ ব্যবস্থা নেবে।”

    উল্লেখ্য , প্রায় আড়াই মাস ধরে উপাচার্যহীন হয়েছিল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। সুতরাং সোমবার অ্যান্টি র‌্যাগিং কমিটি তৈরি হলেও উপাচার্য না থাকায় তা চেয়ারম্যান শূন্য হয়ে পড়েছিল। এবার উপাচার্য নিয়োগ হওয়ায় স্বস্তির আবহাওয়া বিশ্ববিদ্যালয় চত্বরে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img