নিজস্ব প্রতিনিধি , দিল্লি – গত ১৪ আগস্ট চাঁদকে ধরাছোঁয়ার মধ্যে আনতে পাড়ি দিয়েছে চন্দ্রযান -৩। আর তার পরে থেকেই দেশবাসী অপেক্ষা করে রয়েছে চাঁদে এর অবতরণ নিয়ে। ইসরোর পূর্ব পরিকল্পনা মত, বুধবার চাঁদের বুকে অবতরণ করার কথা চন্দ্রযান-৩ এর। তবে এই নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে ইসরো। পরিস্থিতি প্রতিকূল হলে এই অবতরণের সময় পিছিয়ে যেতে পারে বলে খবর ইসরো সূত্রে।
ইসরো সূত্রে জানা গেছে , এখনও পর্যন্ত ২৩ আগস্ট সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চন্দ্রযান -৩ এর অবতরণ করবে বলে ঠিক করা হয়েছে। তবে প্রয়োজনে মত বদলে যেতে পারে এই সময়। কারন এর আগে চন্দ্রযান-১ ও চন্দ্রযান-২, কোনটাই সফল হয়নি। এমনকি গত রবিবার রাশিয়ার চন্দ্রযান লুনা-২৫ শেষ মুহূর্তে এসে ভেঙে পরেছে। তাই কোনো রকম তাড়াহুড়ো না করে চন্দ্রযান-৩ কে যেকোনো প্রকারে সফল করতে চাইছে ইসরো। তাই সেক্ষেত্রে অবতরণের আগে কোনো রকম প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হলে অন্য একটি অবতরণের সময়ও ভেবে রেখেছে ইসরো। জানা যাচ্ছে, ২৩ আগস্ট অবতরণের আগে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হলে ২৭ আগস্ট রবিবার এই অবতরণ প্রক্রিয়া কার্যকর করা হতে পারে। তবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ২৩ আগস্ট অবতরণের সময়ের ঠিক ২ ঘন্টা আগে।
এই বিষয়ে ইসরোর স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর নিলেশ এম দেশাই জানিয়েছেন, ২৩ আগস্ট অবতরণের ঠিক ২ ঘণ্টা আগে চন্দ্রযান-৩-এর অবতরণের বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সামান্যতম প্রতিকূল অবস্থা বুঝলেই অবতরণ পিছিয়ে ২৭ আগস্ট করা হবে’।
উল্লেখ্য, গত ১৪ আগস্ট ইসরোর সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের পথে পাড়ি দেয় চন্দ্রযান-৩। তবে এই দিনক্ষনও বারবার পরিবর্তনের পরেই ঠিক করা হয়। অন্যদিকে গত শনিবার চাঁদের শেষ কক্ষপথে চন্দ্রযান -৩ এর ডি বুস্টিংয়ের খবরও পাওয়া গেছে। এবার সব পরিস্থিতি ঠিক থাকলে ২৩ অগাস্ট সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩। আর সেই খবর দেশবাসী ৫.২০ মিনিট থেকে ইসরোর অফিশিয়াল ওয়েবসাইট সহ ফেসবুক ও ইউটিউব থেকে লাইভ দেখা যাবে।