23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চন্দ্রযান-৩ নিয়ে দেশবাসীকে বিশেষ বার্তা রাজ্যপালের

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – অপেক্ষার অবসান হতে চলেছে আজকেই। বুধবার বিকেলে চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে চন্দ্রযান-৩। সেই সঙ্গে পৃথিবীর খাতায় ভারতের নাম উজ্জ্বল অক্ষরে লেখা হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদই সেই সন্ধিক্ষণ আসবে। এবার সেই প্রসঙ্গে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস

    এই প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, “আমাদের গৌরবের দেশ ভারত বর্ষ। চন্দ্রযান নিয়ে ইসরো বিজ্ঞানী দের অনেক শুভেচ্ছা। পাশাপাশি তিনি বলেন, “এটা শুধু আরম্ভিক পর্যায় রয়েছে। আরও অনেক দূর যেতে হবে।” তাঁর সংযোজন, চন্দ্রযান ৩-র চাঁদে অবতরণের মুহূর্তটা ভারতের জন্য সেরা মুহূর্তেরও সেরা। আমি বলতাম যে ‘স্কাই ইজ দ্য লিমিট’। কিন্তু ভারত প্রমাণ করে দিয়েছে যে ‘স্কাই ইজ দ্য লিমিট’ নয়। আমরা মহাকাশে আছি। সেটাকে বাস্তবায়িত করে তোলার জন্য যে বিজ্ঞানীরা কঠোর পরিশ্রম করেছেন, তাঁদের অভিনন্দন জানাচ্ছি। এটা ভবিষ্যতের যাত্রাপথে সূচনা। বিজ্ঞান এবং প্রযুক্তির ক্ষেত্রে আমরা আরও উঁচুতে উঠব। আমাদের বিজ্ঞানীরা দেশকে গর্বিত করে তুলেছেন। এটা আমাদের সকলের জন্য গর্বের মুহূর্ত।

    উল্লেখ্য , ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হওয়ার পর এখনো পর্যন্ত নির্বিঘ্নেই রয়েছে চন্দ্রযান-৩। ইসরোর তরফে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার বিক্রম। যে ল্যান্ডারের মধ্যে আছে রোভার। এখন সেই সন্ধিক্ষণের অপেক্ষায় গোটা ভারতবাসী।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img