23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ওটা বিজ্ঞানীদের সাফল্য , আপনার নয় , নাম না করে মোদিকে খোঁচা ফিরহাদের

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – পরিকল্পনা অনুযায়ী সবদিক ঠিকঠাক থাকলে আজই চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে চন্দ্রযান-৩। সেই সন্ধিক্ষণের অপেক্ষায় গোটা ভারতবাসী। আর অন্যদিকে এই আবহেই চন্দ্রযান-৩ কে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এবার এই তরজায় নাম লেখালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম। এদিন নাম না করে প্রধানমন্ত্রীর চন্দ্রযান-৩ -এর সাফল্য কেড়ে নেবার বিষয়ে চিন্তা প্রকাশ করলেন তিনি।

    বুধবার হাওড়ার দিনের ডোমজুড় ব্লকের সৃজন পার্কের একটি অনুষ্ঠানে এসে ফিরহাদ হাকিম বলেন, “একজন আছেন তিনি সবসময় ভালো বিষয়গুলি নিজের দিকে টানেন। একজন মহাকাশচারী ও বিজ্ঞানীকে পাঁচ, সাত, দশ বছর গবেষণা করে তারা সাফল্য পায়। আর সবাই সেই সময়টায় করে নিয়ে বলবে আমি করেছি, এটা ঠিক নয়। চন্দ্রযান-৩ -এর সাফল্য দেশের বিজ্ঞানীদের তথা দেশের মানুষের সাফল্য। এটা ভারতের ও ভারতের মানুষের গৌরব, এটা সকলের।

    উল্লেখ্য , আর কয়েক ঘণ্টার অপেক্ষা। সন্ধ্যা ৬ টার পরেই পৃথিবীর একমাত্র গ্রহের মাটিতে অবতরণ করতে চলেছে চন্দ্রযান-৩। এই অবতরণ সফল হলে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডিংয়ে ভারতের প্রথম হয়ে থাকবে। তাই সঠিকভাবে অবতরণের জন্য প্রার্থনায় গোটা দেশবাসী।

    অন্যদিকে , ডোমজুড়ের সৃজন পার্কের অনুষ্ঠান সম্পর্ক ফিরহাদ বলেন, যে কারিগরি শিক্ষা ও প্রযুক্তির প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে এখানকার দক্ষ কারিগরেরা তাদের পরবর্তী প্রজন্মের হাত ধরে হাওড়াকে বিশ্বের দরবারে নিজেদের উৎকর্ষতার নিদর্শন রাখবে। হাওড়ার হারিয়ে যাওয়া অতীতের গৌরব ফিরিয়ে আনবে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img