23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আমেরিকায় ফের বন্দুকবাজের তান্ডব , মৃত ৬ , আহত ১১

    নিজস্ব প্রতিনিধি , ক্যালিফোর্নিয়া – ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের তান্ডব। সময়ের সঙ্গে সঙ্গে যেন আমেরিকা হয়ে উঠছে বন্দুকবাজের আঁতুড়ঘর। বুধবার রাতে ক্যালিফোর্নিয়ার একটি ঐতিহাসিক পানশালায় হামলা চালায় বন্দুবাজেরা। ছোড়া হয় এলোপাথাড়ি গুলি। ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়ছে কমপক্ষে ৬ জনের এবং আহত হয়েছেন ১১ জন।

    পুলিশ সূত্রে জানা গেছে , বুধবার রাতে পানশালায় এসেছিলেন অভিযুক্ত অবসরপ্রাপ্ত এনফোর্সমেন্ট আধিকারিক। স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই পানশালায় ঢুকে গুলি চালাতে থাকেন অভিযুক্ত। এমনকি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াই চলে তার। খবর পাওয়া মাত্রই পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। সেখানে পুলিশ গিয়ে দেখে গুলিবিদ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত ১১ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

     এদিকে নতুন বন্দুকবাজের হামলার কারণে আমেরিকার অস্ত্র আইন ফের প্রশ্নের মুখে। ইতিমধ্যেই আইনের কড়াকড়ি নিয়ে সরব হচ্ছে বহু স্বেচ্ছাসেবী সংগঠন। কেন বার বার মার্কিন মুলুকে বন্দুকবাজের তান্ডব চলবে সেই প্রশ্ন করছে সাধারণ মানুষ। প্রশাসনকে আরও কঠোর হওয়ার বার্তা দিয়েছে বহু স্বেচ্ছাসেবী সংগঠনের। তবে সব মিলিয়ে বন্দুকবাজ মাথা ব্যথার কারণ হয়েই থেকে যাচ্ছে মার্কিন মুলুকে।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img