23 C
New York
Sunday, July 6, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চন্দ্রযান-৩ অবতরণ হতেই ট্রোলের মুখে অক্ষয় কুমার , কারণ জানলে অবাক হবেন আপনিও!

    নিজস্ব প্রতিনিধি , দিল্লি – চাঁদের ঘরে পা রেখেছে ভারত। বুধবার সন্ধ্যা ৬টা ৪মিনিট নাগাদ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ইসরোর চন্দ্রযান-৩। তারপরেই তার পেট থেকে বেরিয়েছে রোভার প্রজ্ঞান। সে ইতিমধ্যেই চন্দ্রপৃষ্ঠের নানা ছবি দেশবাসীকে দেখিয়েছে। এই ঘটনায় বিশ্বের দরবারে জয়জয়কার শুরু হয়েছে ভারতের। অভিন্দন ও শুভেচ্ছা বার্তার বন্যা বইছে চারিদিকে। আর এর মাঝেই নেট পাড়ায় শুরু হল নতুন বিতর্ক।

     একদল নেটিজেনরা অক্ষয় কুমারকে রীতিমত ট্রোলড করতে শুরু করলেন। তাদের সোজাসুজি একটাই দাবি খুব শীঘ্রই চন্দ্রযান-৩ নিয়ে একটি সিনেমা রিলিজ করতে চলেছে। যেখানে বিজ্ঞানীর ভূমিকায় দেখা যেতে পারে অক্ষয় কুমারকে। কিন্তু কেন অক্ষয় কুমারকে নিয়ে নেটিজেনদের এমন বক্তব্য?

    আসলে তার কারন জানতে গেলে খানিকটা অতীতে যেতে হবে। আর সেখানে দেখা যাবে, ভারত সরকারের এমন একাধিক প্রজেক্ট আছে যেখানে অক্ষয় কুমারকে নায়কের ভূমিকায় দেখা গিয়েছে। বেল বটমের কোনো সিক্রেট সিন বা তদন্তকারী সংস্থার মিশন হোক বিশেষ করে বৈদেশিক ক্ষেত্রে যা খুবই গুরুত্বপূর্ণ। 

    তাই চন্দ্রযান-৩ অবতরণ করার পর থেকেই অক্ষয় কুমারকে নিয়ে ট্রোলড শুরু করেন সোশ্যাল মিডিয়ায় এক শ্রেণীর নেটিজেনরা। কেউ বলছে, “চন্দ্রযান নিয়ে স্ক্রিপ রেডি পরিচালকরা তার বাড়ি চলে এসেছে আলোচনার জন্য। কবে থেকে শুরু হবে শুটিং, কোন সেটে শুরু হবে শুটিং সেইসব আলোচনায় করছেন তারা।” আবার কিছু কিছু নেটিজেনরা এমনও দাবি করেছেন, “এই সিনেমার শুটিং নাকি চাঁদেই হবে! চন্দ্রযান যখন একবার চাঁদে অবতরণ করেছে সেই জন্যই নাকি চাঁদে শুটিং হবে।”

    প্রসঙ্গত , অক্ষয় কুমার মূলত কানাডার বাসিন্দা ছিলেন। যার আসল নাম রাজিব ভাটিয়া। তিনি বলিউডে নিজের আধিপত্য বিস্তার করেন এক সফল অভিনেতা হিসেবে। গত ১০ বছরের ট্রেন্ড ফলো দেখা যাবে মূলত জাতীয়তাবাদী সিনেমা করেছেন অক্ষয় কুমার। দেশের সবচেয়ে বিতর্কিত ‘রাম সেতু’ এর মত সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছিল। স্বাভাবিকভাবেই, অক্ষয় কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খুবই ঘনিষ্ঠ বলে দাবি করেন একাধিক মহল। আর যা নিয়ে অক্ষয় কুমারকে ট্রোলডও হতে হয়।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img