23 C
New York
Monday, July 7, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    চাঁদের কুমেরুতে ভারতের ধ্বজা ,  চন্দ্রযান ৩ এর সাফল্যে নিয়ে শুভেচ্ছাবার্তা সৌরভের

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – বিশ্বের প্রথম দেশ হিসেবে চন্দ্রের কুমেরু জয় করেছে ভারত। চাঁদের ভূমিতে গতকাল উড়েছে তিরঙ্গা। বুধবার সন্ধ্যায় ঠিক ৬টা বেজে ৩ মিনিটে সফট ল্যান্ডিংয়ের সাহায্যে এই চন্দ্রযান ৩ স্পর্শ করেছে চাঁদের মাটি। ইসরোর এই সাফল্যে কুর্নিশ জানিয়েছে ভারতের বিভিন্ন মহল, ব্যতিক্রমী নয় ক্রীড়া জগৎ।

     ভারতের জাতীয় ক্রিকেট থেকে ফুটবল দল উল্লাসে ব্যস্ত ভারতের সাফল্যে। এবার সেই তালিকায় নাম লেখালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার রাতেই সৌরভ গাঙ্গুলি ইনস্টাগ্রামে চন্দ্রযানের সফল যাত্রার একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখেন, ‘আমার দেশের গর্ব। ইসরোকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা আপাতত চাঁদে রয়েছি।’ নিমেষেই ভাইরাল হয় এই পোস্ট, ঝড় উঠে যায় ভক্তদের কমেন্টের। বহু ক্রিকেটপ্রেমী এই সাফল্যকে ২০০২ সালে ভারতীয় ক্রিকেট দলে ন্যাটওয়েস্ট ট্রফি জয় এবং সৌরভের জার্সি ওড়ানোর সঙ্গেও তুলনা করেছেন।

    বিদেশী ময়দানে ভারতের জাতীয় ক্রিকেট দলের জয় এবং চন্দ্রযান ৩ এর সাফল্য মানুষের মনে সমপরিমান আনন্দ এবং গর্ব নিয়ে এসেছে এটিই বুঝিয়ে দিতে চাইছেন খেলাপ্রেমী মানুষেরা। এ প্রসঙ্গে বাংলার দাদা ওরফে সৌরভ গাঙ্গুলি বলেন, বিশ্বকাপ যেটা এবং চন্দ্রাভিযান দুটি পৃথক বিষয় তবুও দুটিই দারুন মুহুর্ত ভারতের জন্য।

    কলকাতার এক পাঁচতারা হোটেলের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌরভ গাঙ্গুলি ইসরোর বৈজ্ঞানিকদের অকল্পনীয় পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন। চন্দ্রযান ৩ এর সাফল্য বার্তার পাশাপাশি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের বর্তমান পরিস্থিতি সম্পর্কেও বক্তব্য রাখেন তিনি। দেশের আপামর জনসাধারণকে বিজ্ঞানমনস্ক হয়ে ইসরোর পাশে থাকার আহ্বান জানিয়েছেন।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img