নিজস্ব প্রতিনিধি , কলকাতা – একদিকে যখন চন্দ্রযানের সাফল্যে মত্ত গোটা ভারত। ঠিক তার উল্টো দিকে নজিরবিহীন ডিজিটাল যুদ্ধে নামলেন শুভেন্দু-অভিষেক। ২ জনের মধ্যে চললো বেনজির সংঘাত। ইস্যু সেই নিয়োগ দুর্নীতি তো নারদ মামলা। তবে সব শেষে তৃণমূলের চ্যালেঞ্জের মুখে পড়ে কিছুটা রণেভঙ্গ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সূত্রের খবর , চলতি সপ্তাহে বুধবার এক বিজ্ঞপি প্রকাশ করে ইডি। যেখানে নাম ছিল তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইডির সেই বিজ্ঞপি জারির পরেই তা নিয়ে তোপ দাগেন শুভেন্দু অধিকারী। তিনি পোস্ট করে বলেন,’ফাঁসির মঞ্চে যেতে হবে না , ইডির অফিসে গেলেই হবে’। এরপরেই শুরু হয় বিবাদ। শুভেন্দুর পোস্টের পাল্টা উত্তর দিয়ে অভিষেক পোস্ট করেন,’নারদ মামলায় আপনি কবে ইডির অফিসে যাবেন জানতে পারি?’
এরপর কাটে বেশ কিছু সময়। অনেকটা যুদ্ধ বিরতির মতো। তারপর ফের শুরু। কিছুক্ষণ পর নারদ মামলায় তৃণমূলের অভিযুক্ত নেতাদের ছবি পোস্ট করেন শুভেন্দু। পোস্ট করে অভিষেককে তোপ দেগে বলেন,’ নারদ মামলায় আপনার পিসি , দাদু , আর কাকা ববি হাকিমকে জিজ্ঞাসা করেছেন?ওনাদের কি মত?’
এরপর ফের অভিষেক ইডিকে ট্যাগ করে বলেন,’ সবার বিরুদ্ধে তদন্ত হোক। তা আপনার বাবা-ভাই এরা সব কোন দলে আছেন? ওনাদের নিয়েও তো দর কষাকষি কম করেন নি। অভিষেকের এই প্রশ্নের পাল্টা দিয়ে শুভেন্দু পোস্ট করেন ,”অর্জুন সিং, মুকুল রায়, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, তন্ময় ঘোষ, সুমন কাঞ্জিলালেরা এখন কোন দলে?”
এখানেই শেষ নয় , এরপরও চললো বিবাদ। এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পোস্ট করেন,’ আপনার সব প্রশ্নের উত্তর দিতে আমি তৈরি। আপনি শুধু জায়গা ঠিক করুন। সেখানে কয়লা কাণ্ডে অভিযুক্তের সঙ্গে আপনার ফোনে যে কথা হয়েছে, সেটার অডিও ক্লিপও নিয়ে আসব। আপনি চ্যালেঞ্জ নেবেন?’ অভিষেকের পোস্টের জবাবে শুভেন্দু পাল্টা জানান,” আপনার কাছে যখন সব প্রমানই আছে , তাহলে আপনি ওই ক্লিপ নিয়ে আদালতে কেন যাচ্ছেন না? নাকি আদালতে গেলে নিজে বিপদে পড়ে যাবেন বলে ভয় লাগছে!’ এরপরই আসলো ফাইনাল জবাব,’অপেক্ষা করুন। সময় আসলেই প্রকাশ হবে’