23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    আলু ছাড়া বিরিয়ানির মতো , দুর্গাপুজোর প্ল্যান নিয়ে খুল্লামখুল্লা নীল-তৃণা

    নিজস্ব প্রতিনিধি , কলকাতা – টলিপাড়ার অত্যন্ত চর্চিত জুটি নীল-তৃণা। প্রেম থেকে বিয়ে তাদের দাম্পত্যের গল্প আমাদের সবারই জানা। শুধু টলিপাড়া না সোশ্যাল মিডিয়াতেও এই হিট দম্পতি সব সময় ট্রেন্ডে থাকেন। তাদের সমস্ত মুহূর্তই ফুটে উঠে সোশ্যাল মিডিয়ার পাতায়। কিছুদিন আগে তাদের বিচ্ছেদের কথা ওঠে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সেই বিষয়কে তারা বেশি পাত্তা দেয় না। 

    সব কিছুকে অস্বীকার করে বিয়ের এতদিন পর তারকা দম্পতির এমন বার্তাতে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের পোশাক ব্র্যান্ডের সাথে পরিচয় করিয়েছেন। যার নাম ‘ক্লথ বাই তৃনীল।’ 

    পুজোর আর কিছু দিন বাকি। বাতাসে পুজোপুজো ভাব।ইতিমধ্যেই সকলেই শপিং করা শুরু করে দিয়েছেন। এরই মাঝে আরও বড়ো চমক দেন তারা। প্রথমবার দুর্গাপুজো করতে চলেছে নীল-তৃণা। গত রবিবার সকালে খুটিপুজো আয়োজন করেন অগ্রদূত দুর্গোৎসব সমিতি। পুজোর থিম ‘পুরোনো সেই স্কুলের কথা’। 

    পুজো মন্ডপে দেখা যাবে স্কুল জীবনের নানা স্মৃতি। সেই ব্যাকগ্রাউন্ডে ছবি আপলোড করে তৃণা লিখেছেন, “আমাদের প্রথম পুজো। আসবেন কিন্তু।” নীলকে হালকা গোলাপি রঙের পাঞ্জাবীতে এবং তৃনাকে গাঢ় গোলাপি রঙের শাড়িতে দেখা গেছে।ব্যাকগ্রাউন্ডে পুজোর টিম।

    প্রসঙ্গত , কিছু দিন আগে সোহিনী সরকারের সঙ্গে তৃণা সাহার বিতর্কিত বিষয় উঠে আসে। কিন্তু সেই সব ভুলে তাদের ক্লথিং ব্র্যান্ড এবং পুজোর কাজ পুরোদমে চলছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে তাদের ক্লোথিং ব্র্যান্ড রমরমিয়ে চলছে। তার সঙ্গে পুজোর কাজও। 

    তারকা জুটিকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয় তাদের কাছে দুর্গাপুজো আসলে কি? এর পরিপ্রেক্ষিতে নীল বলেন,”দুর্গাপুজো আসলে একটা ইমোশন। দুর্গাপুজো ছাড়াপুরো বছর টাই মনে হতো বিরিয়ানিতে আলুর না থাকার মতোই।

    অভিনেত্রী তৃণা বলেন,”আমার কাছেও এক। আমরা যারা কলকাতায় থাকি বা কলকাতায় আসতে আমাদের মন টানে সেটা দুর্গাপুজোর জন্যই। প্রত্যেকটি বাঙালির কাছে দুর্গাপুজো একটা ভালোবাসা।”

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img