নিজস্ব প্রতিনিধি , কলকাতা – প্রিয়জন হারানোর শোককে ছাপিয়ে ফের অঙ্গদানের নজির গড়লো বসিরহাটের এক পরিবার, সাক্ষী থাকলো কলকাতা। একাধিক রোগীর প্রাণ বাঁচিয়ে তাদের মুখে হাসি ফোটালেন বসিরহাটের জগদীশ মণ্ডলের পরিবার। জগদীশের একাধিক অঙ্গ রোগীদের দিতে সম্মত হলেন তারা।
বছর ৪৮ এর জগদীশ মন্ডল বসিরহাট মহকুমার বাসিন্দা, পেশায় তিনি চিকেন ব্যবসায়ী। গত ২১ আগস্ট কালীঘাট বাস্তুহারা বাজারে এক বাইক দুর্ঘটনার শিকার হন তিনি। রাস্তা পারাপারের সময় এক বাইক সজোরে ধাক্কা মারে তাকে, চোট লাগে মাথায়। প্রচুর রক্তক্ষরণের ফলে রক্তস্নাত হয়ে পড়ে সংলগ্ন ফুটপাথ। সেদিন বিকেলেই তাকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। বুধবার জগদীশের পরিবারকে চিকিৎসক জানান, তার ব্রেন ডেথ হয়েছে। হাজার চেষ্টা করেও জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার জানানো হয়, রোগীর দেহের বেশ কিছু অঙ্গ সুস্থ রয়েছে এখনও। সেই অঙ্গদান করলে বহু মানুষ নতুন জীবন ফিরে পেতে পারেন। এ কথা শোনা মাত্রই কাজ, সেইদিন সন্ধেতেই অঙ্গদানের নথিতে সই করেন পরিবার।
লিভার, কিডনি, হার্ট, স্কিন টিস্যু, কর্নিয়া মিলিয়ে মোট ৬টি অঙ্গ দান করছেন জগদীশের পরিবার। একটি কিডনি ও লিভার দেওয়া হবে ওই হাসপাতালেরই ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি এক রোগীকে। অন্য কিডনিটি দেওয়া হবে হাসপাতালের আরও এক রোগীকে। স্কিন ও কর্নিয়া জমা রাখা হবে এসএসকেএমের ব্যাঙ্কে, হার্টটি যাবে কলকাতার এক বেসরকারি হাসপাতালে।
জগদীশ মন্ডলের পরিবারের এক সদস্য বলেন, ‘২১ তারিখ রাস্তা পারাপারের সময় একটি বাইক এসে ধাক্কা মারে। মিনিট কুড়ি ওখানেই পড়েছিল তারপর এলাকার লোক ভর্তি করেন হাসপাতালে। ২৩ তারিখ বিকেলে আমাদের হাসপাতালের তরফে জানানো হয় ওর ব্রেন ডেথ হয়েছে। তখনই আমরা সিদ্ধান্ত নিই ওর অঙ্গদান করবো।’ এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জগদীশের স্ত্রী সন্তান রাজি ছিলেন না কিন্তু পরে তাদের বুঝিয়ে রাজি করানো হয়।