23 C
New York
Tuesday, July 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
More

    এই মুহূর্তে

    ঢাকঢোল পেটানো মোদির বন্দে ভারতের ফের যান্ত্রিক ত্রুটি , নাকাল যাত্রীরা

    নিজস্ব প্রতিনিধি , হাওড়া- ফের বিতর্কে বন্দে ভারত! হাওড়া-এনজিপি বন্দে ভারত এক্সপ্রেসে যান্ত্রিক ত্রুটি। যার জেরে উত্তরবঙ্গগামী যাত্রীদের নিয়ে অন্য ট্রেন রওনা দিল। শুক্রবার সকালে বন্দে ভারতের টিকিট কেটে স্টেশনে অপেক্ষারত যাত্রীরা দেখেন বন্দে ভারত নয়, বরং অন্য ট্রেন দেওয়া হয়েছে তাদের যাত্রার জন্য। এই ঘটনায় পর্যাপ্ত টাকা দিয়েও বন্দে ভারতের সুবিধা না মেলায় হাওড়া স্টেশনে রীতিমত ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। 

    রেল সূত্রের খবর, শুক্রবার কিছু যান্ত্রিক গোলযোগের কারনে শেষ মুহূর্তে হাওড়া- এনজিপি বন্দেভারত বাতিল করে দেওয়া হয়। তার বদলে দেওয়া হয় অন্য ট্রেন। আর এতেও ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাদের দাবি, বন্দে ভারতের জন্য টাকা দিয়ে অন্য ট্রেনে কেন যাত্রা করতে হবে। তাদের সময়ের দাম আছে। অন্য ট্রেন তো বন্দে ভারতের মতো গতিতে যেতে পারবে না এবং সেই সুবিধাও দিতে পারবেনা। সব মিলিয়ে হাওড়া স্টেশনে বেশ কিছুক্ষন বিশৃঙ্খলার সৃষ্টি হয় এদিন।

    এই বিষয়ে এক যাত্রী জানান, “ট্রেনের যান্ত্রিক গোলযোগ হতেই পারে, কিন্তু কর্তৃপক্ষের পক্ষে তরফে আরও ভালো বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল। এই ট্রেনে পৌঁছাতে আমাদের দেরি হবে। কারন বন্দে ভারতের টিকিট কাটে তার গতি এবং পর্যাপ্ত ভালো সুবিধা পাবার জন্য। আমাদের জন্য যে বিকল্প ব্যবস্থা করা হয়েছে তা অতি নিম্নমানের। কোনো কোচের আবার এসি ঠিকঠাক চলছে না। কোথাও নেই পর্যাপ্ত জল।”

    এই প্রসঙ্গে এ প্রসঙ্গে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার বলেন, ‘বন্দে ভারত এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তাই যাত্রীদের নিরাপত্তার কারণে আজ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে ছাড়েনি। যাত্রীদের নিরাপত্তা সবচেয়ে আগে। এই স্পেশাল ট্রেনটিকে বন্দে ভারত এক্সপ্রেসের রুটেই চালানো হবে। গতিও বাড়ানোর পাশাপাশি ওই ট্রেনে খাবারও দেওয়া হবে যাত্রীদের।’

    অন্যদিকে, এদিন শিয়ালদহ বনগাঁ শাখার রেল চলাচলে বিপত্তি ঘটে। শিয়ালদহ মছলন্দপুর ৩৪ নম্বর রেলগেট এর কাছে রেল লাইনের আপ লাইনে ধস নামার কারণে আপলাইনের সমস্ত ট্রেন আপাতত বন্ধ রয়েছে। গতকাল রাতভর বৃষ্টির কারণেই এই ধস বলে জানা যায়। এর জের অনিয়মিত হয়ে পড়ে ট্রেন পরিষেবা। সপ্তাহে কাজের দিন‌ হওয়ায় অসুবিধায় পড়েছেন যাত্রীরা।

    এই মুহূর্তে

    spot_imgspot_imgspot_imgspot_img

    এড়িয়ে যাবেন না

    spot_imgspot_imgspot_imgspot_img