নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন – ফের বিতর্কে ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের ফলাফল বদল করার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার রাতে গ্রেফতার হলেন এই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। নির্বাচনের ফলাফল বদল করার চেষ্টার মামলায় এদিন আটলান্টার জর্জিয়ার আদালতে আত্মসমর্পণ করেন তিনি। যদিও পরে শর্ত সাপেক্ষ জামিন দেওয়া হয়েছে তাকে। তবে প্রথম গ্রেফতার হওয়া প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ‘রেকর্ড’ গড়লেন ট্রাম্প।
সূত্রের খবর , নির্বাচনের ফলাফল বদল করার চেষ্টার মামলার রায় ঘোষণা হবার পর ডোনাল্ড ট্রাম্প নিজেই জানিয়েছিলেন তিনি আত্মসমর্পণ করবেন। আর সেই কথা রাখলেন তিনি। বৃহস্পতিবার জর্জিয়ার আদালতে গিয়ে সেখানে আত্ম সমর্পন করেন তিনি। এরপর তাকে গ্রেফতার করা হয়। পরে ২ লাখ মার্কিন ডলারের ব্যক্তিগত বন্ডে ছেড়ে দেওয়া হয় তাকে।
জর্জিয়ার মামলায় রায় দানের পর ট্রাম্পকে তার সোশ্যাল সাইটে পোস্ট করতে দেখা যায়। সেখানে তিনি লিখেছেন, ‘চুরি করা নির্বাচন নিয়ে মুখ খোলার স্পর্ধা দেখানোতেই আমাকে গ্রেফতার করা হচ্ছে। আমেরিকার ইতিহাসে এটা আরও একটা দুঃখের দিন।’ আরও লিখেছেন, “বৃহস্পতিবার আমি জর্জিয়ার আটলান্টা আদালতে যাব, গ্রেফতার হতে।”
তবে ট্রাম্পের বিরুদ্ধে এই প্রথম মামলা হয়েছে এমন নয়। সম্প্রতি প্রায় ৪০ টি মামলা তার বিরুদ্ধে চলছে। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার চক্রান্ত, নিজের অধিকারের অপব্যবহার করে ষড়যন্ত্র, ঘুষকান্ড সহ একাধিক মামলা। তবে এত কিছুর মাঝেও থেমে ট্রাম্প। ২০২৪ এর নির্বাচনে অংশগ্রহণের জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি, এমনটাই সূত্রের খবর।
প্রসঙ্গত , ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যায়। এই নির্বাচনেই তার বিরুদ্ধে ফলাফল নিয়ে কারচুপি করার চেষ্টার অভিযোগে মামলা করা হয়। শুধু নির্বাচনের ফলাফল নিয়ে যে ট্রাম্পের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তা নয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নাকি জয়ী প্রার্থী জো বাইডেনের কর্মীদের হোয়াইট হাউজে ঢোকার অনুমতিও দেননি। আবার জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে হুলস্থুল করেছেন। সেই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন ট্রাম্প।