নিজস্ব প্রতিনিধি , কলকাতা – গত ২ ধরে দুর্নীতি নিয়ে টুইট যুদ্ধ শুরু হয়েছে শাসক-শিবিরের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর মধ্যে। আর তারপরেই খোলা মঞ্চে শুভেন্দুকে বিতর্কে চ্যালেঞ্জ জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু অভিষেকের ‘চ্যালেঞ্জ’ নিয়ে তার সঙ্গে মুখোমুখি বিতর্কে বসতে চাইলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই নিয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন টুইট যুদ্ধ চলছিল তখন অভিষেক চ্যালেঞ্জ করে বিরোধী দলনেতাকে বলে স্থান–কাল ঠিক করে তার সঙ্গে এই সব বিষয় নিয়ে মুখোমুখি বিতর্ক করতে। তারপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমার তোলা প্রশ্নের জবাব উনি দিতে পারেননি। অন্যত্র চলে গিয়েছেন। ওর সঙ্গে বসতে যাব কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার বড় যুদ্ধে বসা হয়ে গেছে। মানুষ আমাকে নির্বাচিত করে পাঠিয়েছেন।’
আর তারপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে কটাক্ষ করেন কুনাল ঘোষ। তিনি জানিয়েছেন , “একটি ভিডিওতে শুভেন্দু অধিকারীকে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখতে পাওয়া সত্বেও বিজেপি নেতাকে প্রশ্ন করার জন্য কোনও কেন্দ্রীয় সংস্থা ডাকেনি। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল থেকে বিতর্ক এড়াতে পালিয়েছেন।”
এরপরেই কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, “তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করছেন এবং তার বিরুদ্ধে টুইট করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করতে ক্ষতি কী? টিভি চ্যানেলের তা প্রচার করা উচিত এবং বাংলার মানুষকে জানা উচিত। বিতর্ক কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকবে? ভয় কীসের? তিনি কেবল বিতর্ক থেকে পালানোর অজুহাত দিচ্ছেন।”